Jagannath Temple: চালু হচ্ছে পোশাকবিধি, জগন্নাথ মন্দিরে আর এসব পরে ঢোকা যাবে না
Oct 10, 2023, 16:59 PM IST
1/5
পুরীর জগন্নাথ মন্দিরে আগামী বছর থেকেই লাগু হচ্ছে পোশাকবিধি। এটি চালু করা হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে।
2/5
মন্দিরের ভেতরে যেতে গেলে পরতে হবে মন্দিরের বলে দেওয়া পোশাকই। মন্দিরের সিংহ দরজায় মোতায়েন করা হবে রক্ষা। তিনিই দর্শানার্থীদের পোশাকের উপরে নজর রাখবেন। সংবাদসংস্থাকে এমনটাই জানিয়েছেন মন্দিরের প্রশাসনিক কমিটির প্রধান রঞ্জন কুমার দাস।
photos
TRENDING NOW
3/5
কেন এমন ড্রেস কোড? মন্দিরের তরফে জানানো হয়েছে, সম্প্রতি কিছু দর্শনার্থীদের অশালীন পোশাকে মন্দিরে ঢুকতে দেখা গিয়েছে। তাই মন্দিরের শালীনতা বজায় রাখার দায় কর্তৃপক্ষের। বহু মানুষ মন্দিরের সেন্টিমেন্টের কথা মাথাতেই রাখছেন না।
4/5
রঞ্জন কুমার দাস বলেন, কেউ মন্দিরে জিন্স পরে আসছেন. কেউ পরছেন স্লিভলেস পোশাক, কেউ আবার হাফপ্যান্ট পরেই মন্দিরে ঢুকে পড়ছেন। মন্দির ভগবানের জায়গা। এটার সঙ্গে বিনোদন পার্কের তফাত রয়েছে।
5/5
কী ধরেনর পোশাক পরে আসতে হবে মন্দিকে? রঞ্জন কুমার দাস বলেন, এনিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। ওই পোশাক নিয়ে প্রচার চালাবে মন্দির কমিটি। ১২ বছরের কম বয়সীদের পোশাকবিধি মানতে হবে না।