অঞ্জন রায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিত শাহের বঙ্গ সফর আপাতত বাতিল হল। এপ্রিলে রাজ্যে আসছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 


২ এপ্রিল পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ এপ্রিল। অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল ৮ এপ্রিল। দু'দিন ধরে এখানে তাঁর একাধিক কর্মসূচি ছিল। কিন্তু পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়বেন কর্মীরা। সে কারণে আর আসছেন না সভাপতি।


পঞ্চায়েতের আগে বাংলায় এসে দলীয় কর্মীদের মনোবল বাড়াতেন অমিত শাহ। সাংগঠনিক বৈঠকও করতেন। তবে এ যাত্রায় আর তা হল না।   


আরও পড়ুন- পঞ্চায়েতে বিজেপিকে রুখতে উন্নয়ন অস্ত্র তৃণমূলের