মোদী - শাহ তো নিজেরাই অনুপ্রবেশকারী, NRC নিয়ে সুর চড়িয়ে আক্রমণ অধীরের
এনআরসি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে অধীরবাবু বলেন, `ওরা তো নিজেরাই প্রবাসী। ভারত সবার। হিন্দুস্তান কি কারও জমিদারি? দেশটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। দেশে সবার সমান অধিকার। অমিত শাহ জি, নরেন্দ্র মোদী জি আপনারা নিজেরাই অনুপ্রবেশকারী।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহকে অনুপ্রবেশকারী বলে আক্রমণ করলেন লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। রবিবার তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের বাসিন্দা। সেই হিসাব মতো দিল্লিতে তাঁরা অনুপ্রবেশকারী।'
এনআরসি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে অধীরবাবু বলেন, 'ওরা তো নিজেরাই প্রবাসী। ভারত সবার। হিন্দুস্তান কি কারও জমিদারি? দেশটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। দেশে সবার সমান অধিকার। অমিত শাহ জি, নরেন্দ্র মোদী জি আপনারা নিজেরাই অনুপ্রবেশকারী। আপনারা গুজরাত থেকে দিল্লি এসেছেন। আপনারা তো নিজেরাই প্রবাসী।'
ভোটের ফলে যায় আসে না, দেশজুড়ে NRC হবেই, বুঝিয়ে দিলেন রাজনাথ
দিন কয়েক আগে রাজ্য সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গোটা দেশে এনআরসি লাগু করবে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি হয়নি। এই প্রক্রিয়ায় কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে বঞ্চিতও করা হয়নি। এদিন অধীর চৌধুরী প্রশ্ন তোলেন, অমুসলিম ৬টি সম্প্রদায়ের মানুষ কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের আওতায় নাগরিকত্ব পাবেন?