ভোটের ফলে যায় আসে না, দেশজুড়ে NRC হবেই, বুঝিয়ে দিলেন রাজনাথ
এদিন রাম মন্দির নির্মাণ নিয়েও খোলা ব্যাটে খেলেন রাজনাথ। বলেন, 'নির্বাচনী ইসতেহারে আমরা যখন রাম মন্দির নির্মাণের কথা লিখেছিলাম তখন অনেকে হেসেছিল। কিন্তু এখন রাম মন্দির নির্মাণ রোখার ক্ষমতা কারও নেই।'
নিজস্ব প্রতিবেদন: ভোটের ফল যাই হোক না কেন, দেশজুড়ে এনআরসি করাবে বিজেপি সরকার। ঝাড়খণ্ডের বোকারোয় এক নির্বাচনী জনসভায় এমনই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সম্প্রতি পশ্চিমবঙ্গে উপ-নির্বাচনে বিজেপির হারের পিছনে এই NRC-কেই দায়ী করছিলেন অনেকে। তবে নির্বাচনী ফল যাই হোক না কেন প্রতিশ্রতি মতো এনআরসি করাতে বিজেপি বধ্যপরিকর এদিন তা বুঝিয়ে দিলেন রাজনাথ।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'আমরা দেশের প্রতিটি রাজ্যে এনআরসি লাগু করব। কে দেশের বৈধ নাগরিক আর কে অনুপ্রবেশকারী তা জানার অধিকার দেশবাসীর রয়েছে। কিছু রাজনৈতিক দল এতে আমাদের সাম্প্রদায়িক বললেও আমাদের কিছু আসে যায় না।'
এদিন রাম মন্দির নির্মাণ নিয়েও খোলা ব্যাটে খেলেন রাজনাথ। বলেন, 'নির্বাচনী ইসতেহারে আমরা যখন রাম মন্দির নির্মাণের কথা লিখেছিলাম তখন অনেকে হেসেছিল। কিন্তু এখন রাম মন্দির নির্মাণ রোখার ক্ষমতা কারও নেই।'
তিনি বলেন, 'বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি মতো রামলালার জন্মস্থানে এক সুবিশাল মন্দির তৈরি হবে।'
নভেম্বরে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, ছাড়াল ১ লক্ষ কোটি টাকা
অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হতেই বিপাকে পড়ে বিজেপি। দেখা যায় তালিকায় বাদপড়াদের মধ্যে মুসলিমদের থেকে হিন্দুদের সংখ্যা ঢের বেশি। চাপের মুখে সুপ্রিম কোর্টে এনআরসি খারিজের আবেদনও জানিয়েছে অসম সরকার। যদিও তা গ্রাহ্য হয়নি। ওদিকে এনআরসির তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানেও ভাটা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। কিন্তু তার পরও বিজেপিকে হারতে হয়েছে উপ নির্বাচনে। তবে রাজনাথ এদিন বুঝিয়ে দিলেন, ভোটের ফল যাই হোক না কেন, গোটা দেশে এনআরসি করবেই কেন্দ্রীয় সরকার।