নিজস্ব প্রতিবেদন: বলরামপুরে আর এক যুবকের রহস্যমৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, ''পশ্চিমবঙ্গে বর্বরতা ও হিংসা অব্যাহত। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার সকালে পুরুলিয়ার বলরামপুরের ডাভা গ্রামে উদ্ধার হয় দুলাল কুমারের ঝুলন্ত দেহ। ৩০ মে এই বলরামপুরেরই সুপুডি গ্রামে উদ্ধার হয়েছিল ত্রিলোচন মাহাতর ঝুলন্ত দেহ। বিজেপির দাবি, দুলাল ও ত্রিলোচন তাদের কর্মী। এদিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাংগঠনিক নেতা রামলালকে ফোন করে এ বিষয়ে খোঁজখবর নেন অমিত শাহ। এরপর টুইটারে মমতাকে বিঁধে তিনি লেখেন, ''বিজেপি কর্মী দুলাল কুমারের মৃত্যুর খবর পেয়ে বিধ্বস্ত বোধ করছি। বাংলায় বর্বরতা ও হিংসা অবাধে চলছে। এটা অমানবিক এবং লজ্জাজনক। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুলালের শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি। দুলালের পরিবারের যন্ত্রণা অনুভব করছেন বিজেপির লক্ষাধিক কর্মী। ঈশ্বর পরিবারের পাশে থাকুন।''      




ত্রিলোচন ও দুলালের রহস্যমৃত্যুর পর বিজেপির অভিযোগ, দল করার অপরাধেই তাঁদের খুন করা হয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে শাসক তৃণমূল। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন টুইটারে লেখেন, ''এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। সবদিক খতিয়ে দেখা উচিত। বর্বরোচিত অপরাধের জন্য শাস্তি পাওয়া উচিত দোষীদের। ঝাড়খণ্ড সীমানার কী ভূমিকা? বজরং দল, মাও বা বিজেপির ভূমিকাও খতিয়ে দেখতে হবে। প্রকৃত তদন্তের পরই সত্য বেরিয়ে আসবে।''



আরও পড়ুন- নয়ডার 'অভিশাপ' থেকে কি বাঁচতে পারলেন না যোগীও?