নয়ডার 'অভিশাপ' থেকে কি বাঁচতে পারলেন না যোগীও?

নয়ডাকে এড়িয়েই চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।মুলায়ম, মায়াবতীর পর 'অভিশপ্ত' নয়ডাই কাল হল যোগী আদিত্যনাথের?

Updated By: Jun 1, 2018, 10:16 PM IST
নয়ডার 'অভিশাপ' থেকে কি বাঁচতে পারলেন না যোগীও?

নিজস্ব প্রতিবেদন: 'অভিশপ্ত' নয়ডাই কি শেষপর্যন্ত যোগীরাজ পতনের কারণ হয়ে দাঁড়াল? লখনৌয়ের অন্দরে কান পাতলে ভেসে আসছে, মুলায়ম, মায়াবতীর পর 'অভিশপ্ত' নয়ডাই কাল হল যোগী আদিত্যনাথের।        

উত্তরপ্রদেশে পরপর ৪টি উপনির্বাচনে হারল বিজেপি। গোরক্ষপুরে নিজের দুর্গই সামলাতে পারেননি যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার কৈরানা লোকসভা ও নূরপুর বিধানসভা কেন্দ্রে হেরেছে বিজেপি। অথচ একবছর আগেও ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। বছর ঘুরতে না ঘুরতেই কী এমন হল? উত্তরপ্রদেশের বিজেপি নেতারা আড়ালে-আবডালে বলতে শুরুছেন, হারের আসল হোতা নয়ডা। কেন? 

আটের দশকের শেষ দিকে নয়ডা সফর থেকে ফেরার পরই মুখ্যমন্ত্রীর কুর্সি খুঁইয়েছিলেন কংগ্রেসের বীর বাহাদুর সিং। তারপর থেকে নয়ডাকে এড়িয়েই চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা।এমনকি ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজনাথ সিংও নয়ডামুখী হননি। ২০০৩ সালে নয়ডায় গিয়েছিলেন উত্তরপ্রদেশের তত্কালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং। পরের নির্বাচনেই সিংহাসনচ্যুত হন। ২০১১ সালে নয়ডায় মেট্রো রেলের উদ্বোধন করেছিলেন মায়াবতী। পরেরবছরই ক্ষমতা হারান বহুজন সমাজ পার্টির সুপ্রিমো। তাই বাবার ভুল করেননি মুলায়মপুত্র অখিলেশ যাদব। সন্তর্পণে নয়ডা এড়িয়ে গিয়েছেন 'অভিশপ্ত' নয়ডা।

কিন্তু, যোগী আদিত্যনাথ কুসংস্কার মানেন না। দু'বার নয়ডায় গিয়েছেন তিনি। তারপর থেকে চারটি উপনির্বাচনেই হারল যোগীর দল। আর এতেই লখনৌয়ের রাজনীতির অন্দরে ফিরে এসেছে নয়ডা আতঙ্ক। ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, নয়ডা কি শুধুই কুসংস্কার নাকি সত্যিই দুর্ভাগ্যের ঠিকানা?  

আরও পড়ুন- আইএনএক্স মিডিয়ায় অনিয়মের মামলায় চিদম্বরমকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই

.