নিজস্ব প্রতিবেদন- অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর আপনাকে করোনাভাইরাসের ব্যাপারে সতর্ক করবেন না। আপনি বিগ বি-র ভক্ত হলে এই খবর হয়তো আপনার খারাপ লাগতে পারে। গত কয়েক মাস ধরে কাউকে ফোন করলেই শুনতে হচ্ছিল বলিউডের শাহেনশার ভারি গলা। করোনার হাত থেকে কীভাবে বাঁচবেন, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, এসব নিয়েই পরামর্শ দিচ্ছিলেন বিগ বি। তবে এবার সেই Corona Caller Tune-এ বদল হবে। কারণ এখন করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে ভারতের হাতে রয়েছে দুটি ভ্যাকসিন। ফলে টিকার তথ্য নিয়েই এবার করোনা কলার টিউন শোনা যাবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আগামীকাল অর্থাত্ ১৫ জানুয়ারি থেকেই অমিতাভ বচ্চনের গলা আর করোনা কলার টিউনে শোনা যাবে না। গত কয়েক মাস ধরে বলিউড তারকার গলার আওয়াজ শোনা গিয়েছিল। বিগ বির মতো তারকা পরামর্শ দিলে তা দেশের বেশিরভাগ মানুষকে প্রভাবিত করবে। এমনই ভেবেছিল কেন্দ্রীয় সরকার। আর তাই লকডাউন পর্বের পরও করোনা কলার টিউনে অমিতাভ বচ্চনের গলা শোনা গিয়েছিল। তবে এবার সেই কলার টিউনে বদল আনতে চাইছে সরকার। তা হলে বিগ বি-র বদলে কার গলা শোনা যাবে এবার! জানা গিয়েছে, এবার করোনা কলার টিউনে নারী কন্ঠ শোনা যেতে পারে।


আরও পড়ুন-  রাম সেতুর ইতিহাস কতটা সত্য? সমুদ্রের নীচে নেমে ভারতে শুরু হল গবেষণা


শনিবার থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হবে। কেন্দ্র আগেই জানিয়েছিল, সবার প্রথমে স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মী, চিকিত্সক, কোভিড ওয়ারিয়রদের ভ্যাকসিন দেওয়া হবে। তবে এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। সর্বসাধারণের জন্য কবে থেকে টিকাকরণ শুরু হবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। সরকার তাই এবার করোনা কলার টিউনে টিকা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষকে দিতে চাইছে। উল্লেখ্য, অমিতাভ বচ্চনের আগে সজলিন ভল্লা নামের এক মহিলার স্বর শোনা গিয়েছিল কলার টিউনে।