রাম সেতুর ইতিহাস কতটা সত্য? সমুদ্রের নীচে নেমে ভারতে শুরু হল গবেষণা

Jan 14, 2021, 18:08 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: রাম সেতুর পরতে পরতে জড়িয়ে নানা ইতিহাস। এখন সেই ইতিহাসের সত্যতা যাচাইয়ে নামল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন রাবণ। সীতাকে  উদ্ধার করতে সমুদ্রের মধ্যে পাথরের সেতু  পেরিয়ে লঙ্কায় পৌঁছে যুদ্ধ করে রাবণকে হারিয়ে স্ত্রী সীতাকে উদ্ধার অযোধ্যায় ফিরেছিলেন রাজা রামচন্দ্র।

2/6

সেই সেতু তৈরিতে জলের দেবতা বরুণের উপাসনা শুরু করেন রামচন্দ্র। কিন্তু এই ইতিহাস কতটা সত্য? তাই নিয়েই গবেষণা।

3/6

মনে করা হয় কালের বিবর্তনে সমুদ্রের অতলে নিচে চলে গিয়েছে পাথরে নির্মিত সেই সেতু। তামিলনাড়ুর পাম্বান আইল্যান্ডের দক্ষিণভাগে অবস্থিত ধনুশকোড়ি থেকে এই পথের শেষ শ্রীলঙ্কার মান্নার আইল্যান্ডের তালাইমান্নার।

4/6

রাম সেতু নিয়ে তর্কের অবসান করতে গবেষণায় নেমেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কিন্তু নাসা সহ বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে জলের নিচে গেলেও এর অবস্থান আজও রয়েছে। 

5/6

প্রায় ৪৮ কিলোমিটার লম্বা একটি সেতু উদঘাটনে সমুদ্রের নীচে নেমেও পরীক্ষা করাই এই রিসার্চের মূল লক্ষ্য। অনেকের মতে, এই প্রাকৃতিক সেতুর মাধ্যমে সরাসরি যোগ ছিল শ্রীলঙ্কার। 

6/6