AP Councillor Slaps Himself: পুরসভায় বৈঠকে নিজের গালেই চপ্পল দিয়ে মারতে লাগলেন পুরপিতা, কারণ জানলে অবাক হবেন
AP Councillor Slaps Himself: সংসার চালাতে অটো চালান রামারাজু। তিনি জানিয়ছেন, ওয়ার্ডের মানুষদের ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। তাই তিনি হতাশ। সরকারের একেপেশে মনোভাবের জন্য তাঁর পুরসভার সব কাজকর্ম আটকে গিয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে পারেননি। পুরসভার বৈঠকে আজব কাণ্ড করলেন অন্ধ্রপ্রদেশের এক কাউন্সিলর। মুরলাপাথি রামারাজু নামে নারসিপট্টনম পুরসভার ওই কাউন্সিলর পুরসভার বৈঠকে নিজের চপ্পল দিয়ে নিজের গালেই মারতে থাকেন। তাঁর কাণ্ড দেখে অবাক হয়ে যান অন্যান্য কাউন্সিলররা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-পারিবারিক সমস্যার সমাধানে মারধরের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর
পুরসভার কাউন্সিলরদের বৈঠকে দাঁড়িয়ে কেন ওরকম কাণ্ড? তার ব্যাখ্যাও দিয়েছেন রামরাজু। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, কাউন্সিলর হিসেব ৩১ মাস আগে নির্বাচিত হয়েছি। কিন্তু এত দিনেও আমার ওয়ার্ডে ড্রেনেজ, বিদ্যুত্, জল, রাস্তা ও অন্যান্য সমস্যার সমাধান আমি করতে পারিনি।
সংসার চালাতে অটো চালান রামারাজু। তিনি জানিয়ছেন, ওয়ার্ডের মানুষদের ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। তাই তিনি হতাশ। সরকারের একেপেশে মনোভাবের জন্য তাঁর পুরসভার সব কাজকর্ম আটকে গিয়েছে। মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদের হয়ে কিছু করতে পারিনি। তাই এভাবে কাউ্নিসলর হিসেবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো।
রামারাজুর ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তেলুগু দেশম পার্টির ট্যুইটার হ্যান্ডেলে। ভিডিয়োতে দেখা যাচ্ছে রাজে কান্নায় ভেঙে পড়েছেন রামারাজু। চিত্কার করেছেন আর চপ্পল দিয়ে নিজের গালে বারবার মারছেন। টিডিপির তরফে লেখা হয়েছে রামারাজু একজন উপজাতি কাউন্সিলর। উনি টিডিপির টিকিটে ভোটে জিতেছেন। কাউন্সিলর হলেও গত ৩০ মাসে তিনি নিজের গ্রামে একটা জলের কল পর্যন্ত লাগাতে পারেননি।