Agarpara: পারিবারিক সমস্যার সমাধানে মারধরের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

রক্তাক্ত অবস্থায় আহত স্বপন শীলকে নিয়ে যাওয়া হয় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। আহত স্বপন শীল পানিহাটি বিজেপি মন্ডল ৩-এর ওবিসি মোর্চা সেলের সম্পাদক। পারিবারিক সমস্যা মেটাতে এসে উল্টো কাউন্সিলারের দলবলের হাতেই আক্রান্ত হতে হলো বিজেপি নেতাকে।

Updated By: Aug 1, 2023, 11:16 AM IST
Agarpara: পারিবারিক সমস্যার সমাধানে মারধরের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর
নিজস্ব চিত্র

বরুণ সেনগুপ্ত: ফের কাঠগরায় তৃণমূল কাউন্সিলার। পারিবারিক ঝামেলায় তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে পরিবারের সদস্যকে মারধরের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য আগরপাড়া উষুমপুর এলাকায়। ঘোলা থানায় অভিযোগ দায়ের। এই ঘটনায় মুখে কুলুপ তৃণমূল নেতৃত্বের।

ফের কাঠগড়ায় পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হিমাংশু দেব। দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল আগরপাড়া উষুমপুর এলাকার শীল পরিবারে। পারিবারিক সমস্যা মেটাতে আসেন পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলার হিমাংশু দেব ও তার দলবল।

অভিযোগ পারিবারিক সমস্যা মেটাতে এসে কাউন্সিলার হিমাংশু দেবের উপস্থিতিতেই তারই ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রবি দে, শীল পরিবারের সদস্য স্বপন শীলকে মারধোর করে মুখ ও কপাল ফাটিয়ে দেয়।

আরও পড়ুন: Bengal Weather Today: বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, হবে না তাপমাত্রার পরিবর্তন

রক্তাক্ত অবস্থায় আহত স্বপন শীলকে নিয়ে যাওয়া হয় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। আহত স্বপন শীল পানিহাটি বিজেপি মন্ডল ৩-এর ওবিসি মোর্চা সেলের সম্পাদক। পারিবারিক সমস্যা মেটাতে এসে উল্টো কাউন্সিলারের দলবলের হাতেই আক্রান্ত হতে হলো বিজেপি নেতাকে।

গোটা ঘটনায় ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবার। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে তৃণমূল কাউন্সিলার হিমাংশু দেব। তৃণমূল কংগ্রেস কাউন্সিলারের এই ধরনের আচরণে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি পানিহাটি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

গত একমাস আগেও এলাকার এক শিক্ষককে মারধোর ও হুমকির অভিযোগ ওঠে এই কাউন্সিলারের বিরুদ্ধে। তারপর আবার ঠিক এই ধরনের ঘটনায় স্বভাবতই যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন: Birbhum News: টানা ৯ দিন ধরে নিখোঁজ শিশু, মারাত্মক অভিযোগ মাসির বিরুদ্ধে

গোটা ঘটনায় কাউন্সিলারের মুখে কুলুপ। তৃণমূল কাউন্সিলারের একের পর এক এই ধরনের দাদাগিরির ঘটনায় প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, ‘হিমাংশু দেব তার পাশের ওয়ার্ডে পারিবারিক সমস্যা মেটাতে গিয়ে বিজেপি করার অপরাধে পরিবারের সদস্যকে মারধর করেন। এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। পৌরসভা নির্বাচনে এই ধরনের গুন্ডাদেরই তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে’।

তৃণমূল নেতৃত্ব সতর্ক করার পরেও তৃণমূল কাউন্সিলারের ফের এই ধরনের দাদাগিরির ঘটনায় প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই। ঘটনার পর থেকে যথেষ্টই আতঙ্কিত স্বপন শীল ও তার পরিবারের লোকজন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.