সোনা ব্যবসায়ীকে প্রতারণা করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ল এক সেনা
জমি সংক্রান্ত ব্যাপারে বেশ কিছু টাকা খোওয়া গিয়েছিল। সেটা সামলাতেই এই প্রতারণা।
নিজস্ব প্রতিবেদন: ওয়েব সিরিজের দ্বারা বিপথে চালিত হলেন এক সেনা। এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে জোর করে টাকা নিতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়লেন তিনি।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের Vizianagaram জেলার Parvathipuram town-য়ে। ঘটনায় জড়িয়ে পড়েছেন চন্দনপল্লি রাজেশ্বর রাও নামের বছর সাতাশের এক সেনা (Army man)।
কেন হঠাৎ এরকম করলেন তিনি?
পুলিসের কাছে তিনি জানিয়েছেন, একটি ওয়েব সিরিজ (web series) দেখে প্ররোচিত হয়ে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। কিছু টাকারও প্রয়োজন ছিল তাঁর।
আরও পড়ুন: এনকাউন্টারে খতম ৪ জঙ্গি, অধরা এখনও ২, কর্ডন করে চলছে সার্চ অপারেশন
কী ভাবে ঘটালেন তিনি কাণ্ডটি?
ওই সোনা ব্যবসায়ী (gold trader) পুলিসে অভিযোগ জানিয়েছেন। সেই সূত্রেই জানা যাচ্ছে, তাঁর কাছে একটি উড়ো ফোন আসে। ফোনে অজ্ঞাত ওই ব্যক্তি নিজেকে মাওবাদী (maoist) বলে উল্লেখ করেন এবং পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দিলে বিপন্ন হবেন ওই ব্যবসায়ী এই মর্মে হুমকিও দেন। সোনা ব্যবসায়ী বলেন, তাঁর পক্ষে ৫ কোটি দেওয়া অসম্ভব। দেড় কোটিতে রফা হয়। একটি জঙ্গল-এলাকায় এসে টাকাটা দেওয়ার কথা বলা হয় তাঁকে। পুরো বিষয়টি পুলিসে জানান ওই ব্যবসায়ী। সব শুনে পুলিস সাদা পোশাকে ওখানে পৌঁছে যায় এবং ঘটনাস্থল থেকে হাতেনাতে অভিযুক্তকে ধরে।
আরও পড়ুন: WB assembly election 2021: বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজীবের