BJP মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর: Mamata; মাওবাদী এনে ক্ষমতায় এসেছিল, বিসর্জন হবে: Dilip

জঙ্গলমহলে মাওবাদী দমনের কৃতিত্ব দাবি করেন মুখ্যমন্ত্রী। 

Updated By: Jan 19, 2021, 11:04 PM IST
BJP মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর: Mamata; মাওবাদী এনে ক্ষমতায় এসেছিল, বিসর্জন হবে: Dilip

নিজস্ব প্রতিবেদন: মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। পুরুলিয়ার জনসভায় গেরুয়া শিবিরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটে জঙ্গলমহলের মানুষকে বিজেপি ভুল বুঝিয়েছে বলেও অভিযোগ করলেন। পুরুলিয়ার বহু মানুষের মনেই মাওবাদী হামলার স্মৃতি এখনও স্পষ্ট। তাই, বিজেপি কতটা বিপদ বোঝাতে গিয়ে, মুখ্যমন্ত্রী মাওবাদীদের কথাই টেনে আনলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাম আমলে জঙ্গলমহলে মাওবাদীরা মাথা তোলে। পুরুলিয়ার বলরামপুর, বাঘমুণ্ডি, আড়সা, ঝালদার মতো এলাকা তার মধ্যে অন্যতম। রোজই লেগে থাকত খুন-জখম। পালাবদলের পর পরিস্থিতি শান্ত হয়েছে। জঙ্গলমহলে মাওবাদী দমনের কৃতিত্ব দাবি করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, গত লোকসভা নির্বাচনে সেই জঙ্গলমহলই তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেয়। ঝুঁকে পড়ে বিজেপির দিকে। পুরুলিয়ার হুটমুড়ার জনসভায় এদিন বিজেপির বিপদ বোঝাতে তাদের সঙ্গে মাওবাদীদের তুলনা টানলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন,'বিজেপি নেতারা নির্লজ্জভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে লোকসভা নির্বাচনের সময় ভুলভাল বুঝিয়ে অনেকের ভোট নিয়ে পালিয়ে গিয়েছে দিল্লি। যাকে লোকসভায় ভোট দিয়েছিলেন তিনি আর আসেন? কোনও কাজ করেছেন? বিজেপি মাওবাদী দলের থেকেও ভয়ঙ্কর। এরা বাঁশ হয়ে ঢুকবে ফালি হয়ে বেরোবে।' 

তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যে দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রতিক্রিয়া,'বিজেপি কী সেটা সারা দেশের লোক জানে। ২৪ কোটি লোক ভোট দিয়েছে লোকসভায়। পশ্চিমবঙ্গে ২ কোটি ৩০ লক্ষ ভোট দিয়েছেন। আগামী দিনে বিজেপিতেই ক্ষমতায় আনবে। যারা মাওবাদীদের এনে ক্ষমতায় এসেছিল, তাদের বিসর্জন দেবে।'  

আরও পড়ুন- হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে তথাগতর রিটুইট, FIR হল হেয়ার স্ট্রিট থানায়

লোকসভা ভোটে পুরুলিয়া-সহ জঙ্গলমহলের সঙ্গে জুড়ে থাকা ৫টি আসনেই জয়ী হয় বিজেপি। প্রায় ৩০টি বিধানসভা আসনের মধ্যে ২৭টিতেই এগিয়েছিল তারা। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের নিচুতলায় দুর্নীতির অভিযোগ এর বড় কারণ। আবার ভোট আসছে। তার আগে এদিনের সভায় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বারবার তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পুরুলিয়া ছাড়াও গোটা জঙ্গলমহলের কাছেই পৌছে দেওয়ার চেষ্টা করেন। মমতা আগেও অভিযোগ করেছেন, এই অঞ্চলে ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাচ্ছে গেরুয়া শিবির। এদিনও ঘুরিয়ে সে প্রসঙ্গ ছুঁয়ে যান তিনি। মমতার কথায়,'পুরুলিয়া কখনও বহিরাগতদের কাছে মাথানত করেনি। বাংলা বলতে পারে না, বলে বঙ্গাল। ভোটের জন্যে কাঙ্গাল। ভোট রাজনীতি সর্বস্ব ওরা।' তৃণমূলে থাকাকালীন জঙ্গলমহলের বড় দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। নাম না করে এ দিন আপদ বিদায় হয়েছে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। 

আরও পড়ুন- কার ভরসায় জিতবেন? নন্দীগ্রামে ২ লক্ষ ১৩ হাজার 'জয় শ্রী রাম' ভোট পদ্মে: Suvendu

.