নিজস্ব প্রতিবেদন: জঙ্গলে চলছে হুট খোলা জিপে করে সাফারী অভিযান। ঘন জঙ্গল দিয়ে এগিয়ে চলেছে গাড়ি। হঠাৎই বাঘের গর্জন কানে আসে। পাঁচিলের পাশেই নাকি রয়েছে বাঘ। পর্যটকরা উঁকি ঝুঁকি দিয়ে যখন বুঝতে পারলেন যে একেবারে নিকটে রয়েছে বাঘ তখনই ক্যামেরা উঁচিয়ে ধরে তাঁরা। বাঘা দেখার জন্য গাড়ির মধ্যে দাঁড়িয়ে পড়েন। শুরু হয় ছবি তোলার হিড়িক। উত্তেজনায় উল্লাসে দক্ষিণরায় দেখার আনন্দ প্রকাশ করতে থাকেন পর্যটকরা। ঠিক সেই মুহূর্তে ঝাঁপ দিয়ে পর্যটকদের দিকে এগিয়ে আসে বাঘটি। ভয়ে চিৎকার করে কেউ, কেউ আবার নিঃশ্বাস বন্ধ করে নেয়। এই হাড়হিম করা ভিডিও সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন ভিডিওটি...


 



 


ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।  ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর আধিকারিক সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করেছেন। তবে তিনি নিন্দা করেছেন গোটা ঘটনাটির। তবে তিনি দক্ষিণরায়ের প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, '' যেভাবে বাঘটি নিজের মেজাজ ধরে রেখেছিল,তার প্রশংসা করতে হয়! কিন্তু ভবিষ্যতেও যে এমন হবে, তার গ্যারান্টি নেই!''  তবে পর্যটকদের মূর্খামিকে তুলোধনা করেছেন। তিনি লিখেছেন, 'মানুষের যখন মস্তিষ্ক কাজ করে না তখন মানুষর মুখ চলে'।