নিজস্ব প্রতিবেদন- এই বয়সেও তিনি যে কোনো সময় লড়াইয়ের জন্য প্রস্তুত। হক বুঝে নিতে তিনি যে কোনও লড়াইয়ের পথে হাঁটতে পারেন। তিনি আন্না হাজারে। দেশ তাঁকে আগেও অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে দেখেছে। আরও একবার সমাজকর্মী আন্না পথে নামলেন কৃষকদের সমর্থন জোগাতে। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সরকারের উপর ক্রমাগত চাপ দিচ্ছে কৃষক সংগঠনগুলি। কয়েক লাখ কৃষক রাস্তায় নেমেছেন। আর এবার কৃষকদের আন্দোলনে সামিল হয়েছেন আন্না। আরও একবার অনশনের রাস্তা নিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার একদিনের অনশন শুরু করেছেন আন্না। তিনি বলেছেন, ''দিল্লির আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়া উচিত। সরকারের উপর ক্রমাগত চাপ দেওয়া উচিত। যাতে সরকার কৃষদকদের কথা শুনতে বাধ্য হয়। নিজেদের অধিকার বুঝে নিতে কৃষকদের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, আন্দোলন হবে অহিংস। সেখানে হিংসার ছড়ালে চলবে না। আমার সমর্থন রয়েছে কৃষকদের এই আন্দোলনে। সরকার অবিলম্বে কৃষকদের দাবি মেনে নিক। কৃষি আইন হিতকর হলে কৃষকরা এভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করত না।''


আরও পড়ুন-  দেশজুড়ে ভারত বনধে ভালো সাড়া, সন্ধেয় আন্দোলনকারী কৃষকদের আলোচনায় ডাকলেন শাহ


মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগম সিদ্ধি গ্রামে অনশনে বসেছেন আন্না। তিনি এদিন বলেছেন, ''আমি সব সময় কৃষকদের পাশে থাকব। সরকারের সিএসিপি ও এম এস স্বামীনাথনের সুপারিশ মেনে নেওয়া উচিত। তা না করে সরকার স্রেফ প্রতিশ্রুতি দিচ্ছে। দাবি মানছে না। এরমকভাবে চললে আগামিদিনে আরও বড় মাপের আন্দোলনর সম্মুখীন হতে হবে সরকারকে।''