জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার ভোর ২.১৬ মিনিট নাগাদ রাজস্থানের বিকানেরে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সংলগ্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বিকানের থেকে ৫১৬ কিলোমিটার পশ্চিমে এবং এটি ৮ কিলোমিটার গভীরে আঘাত করেছিল।


 



আরও পড়ুন: Muslim Quota Scrapped: ভোটের মুখে মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ তুলে দিল এই রাজ্য


তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.৬ মাত্রার একটি বড় ভূমিকম্পে পাকিস্তানে নয়জন নিহত হওয়ার মাত্র চার দিন পর এই কম্পন পশ্চিম ভারতে আঘাত হানে।


আরও পড়ুন: Hanuman Chalisa with Gitter: ক্যাফেতে গিটার-ড্রাম বাজিয়ে হনুমান চালিশা, তোলপাড় নেটপাড়া


ভূমিকম্পে আফগানিস্তানে আরও চারজনের মৃত্যু হয়েছে।


শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতেও।


মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জুর্মে ১৮০ কিলোমিটার গভীরে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)