জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোয়েম্বাটুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার একজন সিনিয়র পুলিস আধিকারিক আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে এই খবর শুক্রবার জানা গিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই মৃত্যু পুলিস বিভাগের জন্য একটি বিশাল ক্ষতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিআইজি সি বিজয়কুমার শহরের রেড ফিল্ডসে তার বাসভবনে নিজের সার্ভিস পিস্তল দিয়ে নিজেকে গুলি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। একজন সিনিয়র পুলিস অফিসার বলেছেন এই কথা। তিনি আরও যোগ করেছেন যে ওই আধিকারিকের নেওয়া এই চরম পদক্ষেপের কারণ খুঁজে বের করা হচ্ছে। ২০০৯ ব্যাচের আইপিএস আধিকারিক এই বছরের জানুয়ারিতে ডিআইজি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি এর আগে চেন্নাইয়ের আন্না নগরের ডেপুটি পুলিস কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এর আগে, তিনি কাঞ্চিপুরম, কুড্ডালোর, নাগাপট্টিনম এবং তিরুভারুর জেলায় পুলিস সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক বছরগুলিতে তামিলনাড়ুতে আত্মহত্যা করে সিনিয়র কর্মকর্তার মৃত্যুর ঘটনা এটি দ্বিতীয়।


আরও পড়ুন: Rahul Gandhi: উচ্চ আদালতে মিলল না স্বস্তি, জেলে যাবেন রাহুল গান্ধী? ফিরেবেনা সাংসদ পদ!


এর আগে তিরুচেনগোডের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস (ডিএসপি) বিষ্ণুপ্রিয়া ২০১৫ সালে নামাক্কাল জেলায় তার বাসভবনে আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।


আরও পড়ুন: Manipur: এখনও ফেরেনি শান্তি! স্কুলের বাইরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলার...


ট্যুইটারে মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন যে সি বিজয়কুমারের অকাল মৃত্যুর দুঃখজনক সংবাদ শুনে তিনি মর্মাহত ও দুঃখিত। ‘বিজয়কুমার তার মেয়াদে জেলা এসপি সহ বিভিন্ন দায়িত্বে তামিলনাড়ু পুলিস বাহিনীতে ভালভাবে কাজ করেছেন’।


মুখ্যমন্ত্রী ট্যুইট করে আরও বলেছেন, ‘তার মৃত্যু তামিলনাড়ু পুলিস বিভাগের জন্য একটি বিশাল ক্ষতি। তার পরিবার, বন্ধুবান্ধব এবং পুলিস বাহিনীর প্রতি আমার গভীর সমবেদনা’।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)