নিজস্ব প্রতিবেদন: অযোধ্যায় ‘বিতর্কিত’ জমি কার?  সোমবার অযোধ্যা মামলার শুনানি শুরু হেলও তা জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গিয়েছে। এর মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জ্যাসলিনের সঙ্গে শারীরিক সম্পর্ক? বিস্ফোরক অনুপ জালোটা


সোমবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে গিরিরাজ সিং বলেন, হিন্দুরা যদি তাদের ধৈর্য হারিয়ে ফেলে তাহলে যে কোনও কিছুই ঘটে যেতে পারে। কেন্দ্রীয় মন্ত্রীর হুমকি, ‘হিন্দুরা ধৈর্য হারাচ্ছে। তারা যদি ধৈর্য হারায় তাহলে কোনও কিছুই ঘটে যেতে পারে। মন্দির বানানোর জন্য হয় সরকার নতুন আইন তৈরি করুর নয়তো আদালত রায় দিক।‘


জি মিডিয়র সঙ্গে কথা প্রসঙ্গে গিরিরাজ বলেন, ‘কংগ্রেস চায় রাম মন্দির ইস্যুটি জিইয়ে থাকুক। কপিল সিব্বল নিজে বলেছেন অযোধ্যা মামলায় রায় এখন বের হওয়া উচিত নয়। অর্থাত কংগ্রেস চায় না অযোধ্যা মামলার রায় বেরোক। কিন্তু ১২৫ কোটি হিন্দু আর অপেক্ষা করতে চায় না। অনেক হয়েছে।‘


এদিকে, ৫ রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাম মন্দির নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। সম্প্রতি দলের মুখপাত্র জিভিএল নরসিংহ রাও মন্তব্য করেন, বিজেপি রাম মন্দির তৈরি করতে বদ্ধ পরিকর। তবে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করা হবে।


আরও পড়ুন-ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিপত্তি, ১৮৮ যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান


আরএসএসের পক্ষ থেকেও রাম মন্দির নিয়ে সুর চড়ানো হয়েছে। সম্প্রতি আরএসএস প্রধানও মন্দির নির্মাণ নিয়ে একটি আইন তৈরির দাবি করেন। সংঘ অযোধ্যায় রামের জন্মস্থলে মন্দির তৈরির করতে একটা সৌহাদের পরিবেশ তৈরি করতে হবে। রাজনীতির ফলে মন্দির নির্মাণে দেরি হচ্ছে। সমাজের ধৈর্য কতটা তা দেখতে কেউই রাজি নন।


অন্যদিকে সম্প্রতি রাম মন্দির নিয়ে শিবসেনা প্রধান নিশানা করে প্রধানমন্ত্রী মোদীকে। উদ্ধব ঠাকরে বলেন, ২৫ অক্টোবার অযোধ্য যাব মোদীকে মন্দির নির্মাণের কথা মনে করিয়ে দিতে।