ওয়েব ডেস্ক: ভারতীয় সেনাকে ৬টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার ছাড়পত্র দিল ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল।। এএইচ-৬৪ই অ্যাপাচে অত্যাধুনিক কমব্যাট হেলিকপ্টার। খরচ পড়বে ৪,১৬৮ কোটি টাকা। এর সঙ্গেই আসবে হামলা চালানোর অস্ত্রও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীর্ঘদিন ধরেই অ্যাটাক হেলিকপ্টারের দাবি জানিয়ে আসছিল সেনা। বর্তমানে রাশিয়ান এমআই-২৫ এবং এমআই-৩৫ কপ্টার রয়েছে বায়ুসেনার। এএইচ-৬৪ই হেলিকপ্টারে বৈশিষ্ট্য দেখে নেব একনজরে- 


  • রয়েছে চারটি ব্লেড

  • ককপিটে দুজন বসতে পারেন

  • লক্ষ্যে নির্ভুল আঘাত হানতে সক্ষম

  • কমব্যাটে অনেকক্ষণ ধরে টিকে থাকতে পারে

  • যেকোনও আবহাওয়াতেই কপ্টারটি উড়তে পারে

  • এমনকি রাতেও অভি‌যান চালাতে দক্ষ


প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি হেলিকপ্টার কেনার চুক্তিতে অনুমোদন দিয়েছিল। ২০১৩ সালে মার্কিন বিমান সংস্থা বোয়িংয়ের কাছ থেকে ২২টি অ্যাপাচে ও ১৫টি চিনুক কেনার সুপারিশ করা হয়েছিল।   


আরও পড়ুন, লাদাখে কেবল মানবপ্রাচীর গড়েই চিনা আগ্রাসন রুখে দিল ভারতীয় সেনা, চলল তুমুল ইটবৃষ্টি