সংবিধানের ৩৭০ ধারা কোনও অস্থায়ী ব্যবস্থা নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট
সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে জম্মু ও কাশ্মীর। ওই ধারা নিয়ে রাজনৈতিক বিতর্ক বহুদিনের। কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর তা আরও তীব্র হয়েছে
নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা আইন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল সংবিধানের যে ৩৭০ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীর বিশেষ সুবিধা পেয়ে থাকে তা কোনও অস্থায়ী বন্দোবস্ত নয়।
সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে জম্মু ও কাশ্মীর। ওই ধারা নিয়ে রাজনৈতিক বিতর্ক বহুদিনের। কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর তা আরও তীব্র হয়েছে। এনিয়ে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে।
ওই মামলার রায় দিতে দিয়ে মঙ্গলবার বিচারপতি একে গোয়েল ও আরএফ নরিম্যান মন্তব্য করেন, ‘২০১৭ সালে একটি মামলায় রায় দিয়ে গিয়েও বলা হয়েছে সংবিধানের ৩৭০ ধারা কোনও অস্থায়ী ব্যবস্থা নয়।’
আরও পড়ুন-তুষার চিতাকে উদ্ধার করে বনাঞ্চলে ছাড়লেন স্পিতি উপত্যকার বাসিন্দারা
উল্লেখ্য, ৩৭০ ধারাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেন বিজয়লক্ষ্মী ঝা নামে এক মহিলা। ২০১৭ সালের ১১ এপ্রিল ওই মামলা খরিজ করে দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিজয়লক্ষ্মী। তাঁর দাবি ছিল ৩৭০ ধারাকে অস্থায়ী ব্যবস্থা বলে ঘোষণা করুক আদালত। এটি এবার তুলে দেওয়া উচিত।
এনিয়ে সওয়াল করতে গিয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, ৩৭০ ধারা সংক্রান্ত আরও মামলা পড়ে রয়েছে। সেগুলির একটি তালিকা তৈরি করে আদালতে পেশ করা হবে। এদিন জম্মু ও কাশ্মীর সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী রাজীব ধবন ও আইনজীবী শোয়েব আলম। তাঁরা বলেন, ৩৭০ ধারা সংক্রান্ত কোনও মামলা বকেয়া নেই। সংবিধানের ৩৫এ ধারা সংক্রান্ত কয়েকটি মামলা পড়ে রয়েছে। তার সঙ্গে ৩৭০ ধারা সংক্রান্ত কোনও মামলার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।