নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশ না-মানলে অরাজকতা তৈরি হবে দেশে। শুক্রবার রাজভবনে উপ-রাজ্যপালের সঙ্গে দেখা কর পর এমন মন্তব্য করলেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না কেন্দ্রীয় সরকার। পরিষেবা দফতরের কাজকর্ম দিল্লি সরকারের হাতে দিতে চায় না  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়াকে নিয়ে উপ-রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কেজরিওয়ালকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন উপ-রাজ্যপাল। তবে সাংবাদিকদের কেজরিওয়াল বলেন,''স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ মেনে পরিষেবা দফতর দিল্লি সরকারের হাতে দিতে চাইছেন না উপরাজ্যপাল। ভারতের ইতিহাসে প্রথমবার প্রকাশ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করছে কেন্দ্রীয় সরকার। এতে দেশে অরাজকতা তৈরি হতে পারে।'' 




দিল্লির উপ-রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর কেজরিওয়াল বলেন, ''সব ফাইল তাঁর কাছে পাঠানোর দরকার নেই, সেটা মেনে নিয়েছেন উপ-রাজ্যপাল। শুধুমাত্র সিদ্ধান্ত তাঁকে জানাতে হবে। এর ফলে দ্রুত ফাইলের সংখ্যা কমবে।''টুইটারে উপরাজ্যপাল জানান, ''সংবিধান মেনে দিল্লিতে সুশাসন ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছি।'' ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল লেখেন, ''দিল্লির উন্নয়নে সকলে একসঙ্গে কাজ করতে হবে। সংবিধানই সর্বোপরি। সুপ্রিম নির্দেশই দেশের আইন। তা সম্মান জানানো উচিত।''   



সুপ্রিম কোর্টের রায়ের পর এদিনই সকালে কেজরিওয়াল টুইটারে জানান, ''বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রকল্পে অনুমতি দিচ্ছি। সব ধরনের বাধা খারিজ করে দিয়েছি। খাদ্য দফতরকে দ্রুত প্রকল্প রূপায়নের নির্দেশ দেওয়া হয়েছে।'' উল্লেখ্য, এর আগে বাড়ি বাড়ি রেশন প্রকল্পে সায় দেননি উপ-রাজ্যপাল। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য কেজরিওয়ালকে পরামর্শ দিয়েছিলেন অনিল বৈজল।


আরও পড়ুন- জম্মু-কাশ্মীরে পিডিপিকে ভাঙিয়ে সরকার গড়তে পারে বিজেপি