নিজস্ব প্রতিবেদন: অরবিন্দ কেজরিবাল জানিয়ে দিলেন, তিনি কৃষকদের সমর্থনে অনশন করবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হরিয়ানা ও পাঞ্জাব থেকে অসংখ্য কৃষক কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন করে যাচ্ছেন। আগামীকাল তাঁরা অনশন করবেন বলে ঘোষণা করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিবালও আগামীকাল তাঁদের সঙ্গে অনশনের ইচ্ছা প্রকাশ করলেন। 


অরবিন্দ আম আদমি পার্টির কর্মীদেরও অনুরোধ করেছেন, তাঁর সঙ্গে এই অনশনে যোগ দিতে। এর আগে কেন্দ্রীয় সরকারকে কৃষি আইন প্রত্যাহারের অনুরোধও করেছেন অরবিন্দ। কৃষক বিক্ষোভকে সমর্থন করতে গিয়ে অরবিন্দ ২০১১ সালে আন্না হাজারের সঙ্গে তাঁর 'অ্যান্টি করাপশন' আন্দোলনের কথা স্মরণ করেছেন। জানিয়েছেন, তখন কংগ্রেস সরকার তাঁদের সঙ্গে যেমন ব্যবহার করেছে, আজ বিজেপি সরকার আন্দোলনরত কৃষকদের সঙ্গে তেমন ব্যবহারই করছে।   


also read: ক্ষোভ তো থাকতেই পারে, আলোচনায় মিটবে, পিকে-পার্থর সঙ্গে বৈঠকের পর রাজীব