ED: এবার মুখ্যমন্ত্রীকে তলব ইডি-র!
২ নভেম্বরে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার সদর দফতরে হাজিরা দিতে বলা হল অরবিন্দ কেজরিওয়ালকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ দিয়েছে সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। কবে? ২ নভেম্বরে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: Maratha Quota Protest: দুই বিধায়কের বাড়িতে অগ্নিংসযোগ, সংরক্ষণের দাবিতে উত্তপ্ত মহারাষ্ট্র
ঘটনাটি ঠিক কী? দিল্লির আবগারি দুর্নীতি মামলা চার্জশিট জমা দিয়েছে ইডি-ও। সেই চার্জশিটে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম ছিল। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং-কে।
এর আগে, গত ১৬ এপ্রিল আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করে ইডি। আপ সরকারের আমলে আবগারি নীতি বদলে ফেলে কয়েকটি সংস্থাকে বেআইনি ভাবে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Mansukh Mandaviya: 'কোভিডের জন্যই গরবা-নৃত্যে হৃদরোগে মৃত্যু'! কী বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)