ওয়েব ডেস্ক: জয়পুরে STF-এর ASP-র রহস্যমৃত্যু। গাড়ির মধ্যে তাঁর দেহ উদ্ধার হয়। সেখান থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। পুলিসের এই  উচ্চপদস্থ কর্তার দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোলাপী শহরে। রাতে শিবদাসপুরায় মহল রোডে উদ্ধার হয় জয়পুর পুলিসের সন্ত্রাসদমন শাখার অতিরিক্ত সুপার আশিস প্রভাকরের দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আমির খানকে ঘৃণা করি বললেন সলমন খান!


শুধু তাই নয়, গাড়িতে আরও ১ মহিলার দেহ উদ্ধারে রহস্য আরও ঘনীভূত হয়েছে। সুইসাইড নোটে লেখা রয়েছে, ব্ল্যাকমেল করায় ওই মহিলাকে মেরে আত্মাঘাতী হয়েছেন ওই অফিসার। সুইসাইড নোটের সত্যতা যাচাই করে দেখছে পুলিস। তাঁরা জোরকদমে তদন্তে নেমেছে।


আরও পড়ুন  সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলের ছবি পোস্ট করলেন ইরফান পাঠান