নিজস্ব প্রতিবেদন: অসম বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অনুপ্রবেশের জন্য কংগ্রেস ও AIUDF-কেই দায়ী করলেন অমিত শাহ।  AIUDF প্রধান বদরুদ্দিন আজমলকে শাহর সাফ হুঁশিয়ারি, কান খুলে শুনে নিন আজমল, অসমকে ফের অনুপ্রবেশকারীদের আখড়া বানাতে দেব না। সোনাপুরের এক সভা থেকে ভোটদাতাদের সতর্ক করেন, কংগ্রেস আর AIUDF ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-CPM-র আর্জিতে সাড়া কমিশনের, বাড়ল Minakshi-র সুরক্ষা 


বুধবার চিরাং জেলার বিজনি থেকে সভা শুরু করেন। এছাড়াও হাজো ও দিসপুরেও সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Amit Shah)। বিজনিতে শাহ বলেন, 'আজমল দাবি করেছেন তার  তালা-চাবি পার্টি অসমে সরকার গঠনের তরুপের তাস হবে। কিন্তু উনি ভুলে যাচ্ছেন আসল তালা চাবি অসমের মানুষের হাতে রয়েছে। আমাদের আরও ৫ বছর দিন। দেখবেন সীমান্ত পার করা মানুষ তো দূরের কথা পাখি পর্যন্ত দেশে ঢুকতে পারবে না।'


সোনাপুরের সভা থেকে শাহ বলেন, কংগ্রেস আর আজমলের সরকার অনুপ্রবেশ বন্ধ করবে না। বিজেপিই একমাত্র তা করতে পারে। এর চাবি একমাত্র রয়েছে মোদীর হাতেই। তাই বদরুদ্দিন আজমল দিনের বেলায় স্বপ্ন দেখছেন। এখন অসমের মানুষকে ঠিক করতে হবে তাঁরা আত্মনির্ভর অসম চান নাকি মৌলানা নির্ভর অসম চান। 


আরও পড়ুন-দ্বিতীয় দফায় নজরে নন্দীগ্রাম, অশান্তি রুখতে এলাকায় ১৪৪ ধারা জারি কমিশনের


উল্লেখ্য, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী একসময় মন্তব্য করেছিলেন, কে এই আজমল। গত বিধানসভা নির্বাচনে অসমে ক্ষমতা হারিয়ে এখন সুর বদল করেছে কংগ্রেস। খোদ রাহুল গান্ধীর দাবি, AIUDF হল অসমের পরিচয়। তাদের সঙ্গে জোট বেঁধেই এবার বিজেপিকে সরানোর স্বপ্ন দেখছে কংগ্রেস।