নিজস্ব প্রতিবেদন: অসমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। এখন কে হবেন মুখ্যমন্ত্রী? সর্বানন্দ সোনওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন নাকি ওই পদে আনা হবে বিজেপির ট্রাবল শ্যুটার হিমন্ত বিশ্বশর্মাকে। সমস্যা মেটাতে আজ জে পি নাড্ডা ও অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন অসমের দুই নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নমুনা পরীক্ষা বৃদ্ধি করতে মমতাকে চিঠি হর্ষ বর্ধনের


অসমের মুখ্যমন্ত্রী হিসেবে ৫ বছর রাজ্য চালিয়েছেন সর্বানন্দ সোনওয়াল। পাশাপাশি এবার নির্বাচনে বিজেপির রাজপাট ধরে রাখাতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অবদানকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে দলে। ভোটের ফল বের হওয়ার পর থেকেই রাজ্যে জল্পনা ছিল, এবার মুখ্যমন্ত্রী হতে পারেন হিমন্ত বিশ্বশর্মা(Himant Biswa Sarma)।


শুক্রবার দুই পৃথক বিমানে দিল্লি পৌঁছন দুই হেভিওয়াট নেতা। শনিবার সকালেই জে পি নাড্ডার বাড়িতে পৌঁছে যান বিশ্বশর্মা। সেখানে নাড্ডা(J P Nadda) ও বিজেপির জেনারেল সেক্রেটারি বি এল সন্তোষের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে তাঁরা বৈঠক করেন অমিত শাহর সঙ্গেও। এরপরই সোনওয়াল দেখা করেন বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে।


আরও পড়ুন-রাজ্য়ে পর্যাপ্ত টিকা পাঠান, Modi-কে চিঠি Adhir-র


নির্বাচনের আগে দলের কোনও নেতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেনি অসম বিজেপি। এবার নির্বাচনের ফল প্রকাশের পর বাস্তব পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে দলকে। সোনওয়াল-কাচারি উপজাতির প্রতিনিধি সোনওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি নর্থ ইস্ট ডেমোক্রাটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে হিমন্ত বিশ্বশর্মাও হেভিওয়েট। ফলে দুম করে নতুন মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিতে পারছে না শীর্ষ নেতৃত্ব। আজকের আলোচনায় হয়তো বুঝিয়ে কোনও একজনকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারে দিল্লি নেতৃত্ব।