ওয়েব ডেস্ক : অসমের ভয়াবহ বন্যায় চরম সঙ্কটে সীমান্ত রক্ষী বাহিনী। নানা জায়গায় জলে ডুবে গেছে ক্যাম্প। ২৬ জেলার ১৭ লাখ মানুষ বিপন্ন। মৃত্যু হয়েছে ৫ জনের। এই ছবি অসমের ধুবুড়ি জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের। এ পারে পাটামারী এবং মহামায়ার চর এলাকা। ও পারে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা। কিন্তু, এখন আর কোথায় এ পার-ও পার! ব্রহ্মপুত্রের জলে ভেসে গেছে কাঁটাতার। মিশে গেছে দু-দেশের মানচিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জলে ডুবে গেছে BSF-এর সীমান্ত চৌকি। গলা জলে সীমান্ত আগলে রাখছেন জওয়ানরা। চরম অসহায়তার মধ্যেও ওঁরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই বন্যায় নিখোঁজ ১৭৪ নম্বর ব্যাটালিয়নের এক BSF কর্মী। চৌকির চর বর্ডার আউট পোস্টে কর্মরত পূর্ণিয়ার বাসিন্দা বিপিন মিশ্রর খোঁজ মিলছে না।   


অন্যদিকে, বন্যায় বিপর্যস্ত কাজিরাঙা। অভয়ারণ্যের প্রায় ৯০ শতাংশ এলাকা বানভাসি। আশ্রয় হারিয়ে উঁচু জায়গার খোঁজে পশুরা। ইতিমধ্যেই বেশকয়েকটি হরিণ-হাতি-গণ্ডার মারা গেছে। জলের নীচে বনরক্ষীদের শিবির। বন্যায় জলের নীচে চলে গেছে ৮৬ হাজার হেক্টর চাষের জমি। রাজ্যের ৪০০টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বানভাসিরা।


আরও পড়ুন- অসমে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ইতিমধ্যেই মৃত ৩৭