নিশীথ প্রামাণিক কি বাংলাদেশের নাগরিক? Modi-কে চিঠি অসমের প্রদেশ কংগ্রেস সভাপতির
গোটা বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে যোগ দিয়েছেন বিজেপিতে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই সাংসদ নির্বাচিত হয়েছেন। এখন তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্যও বটে। কিন্তু কোচবিহারের নিশীথ প্রমাণিক কি ভারতের নাগরিক? বিস্ফোরক দাবি করলেন অসম থেকে মনোনীত রাজ্যসভার সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন ভোরা। চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে।
চিঠিতে কী লিখেছেন? বিভিন্ন সাংবাদমাধ্যমের নাম উল্লেখ করে সাংসদ রিপন ভোরা দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশে নাগরিক! তাঁর জন্মস্থান গাইবান্ধা জেলার হরিনাথপুর এলাকা। পশ্চিমবঙ্গে এলেন কী করে? চিঠিতে উল্লেখ, কম্পিউটার নিয়ে পড়াশোনার করার জন্য ভারতে এসেছিলেন নিশীথ। পড়াশোনা শেষ করে প্রথমে তৃণমূল ও পরে বিজেপিতে যোগ দেন তিনি এবং কোচবিহার থেকে সাংসদ নির্বাচিত হন।
আরও পড়ুন: Dinesh-এর ছাড়া আসনে রাজ্যসভার প্রার্থী কে? ৩ নাম ঘিরে তৃণমূলের অন্দরে জোর জল্পনা