নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার একে জ্যোতি জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোটগ্রহণ হবে। মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট নেওয়া হবে ২৭ ফেব্রুয়ারি। ৩ মার্চ ফলঘোষণা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী মার্চেই তিনটি রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। উত্তর-পূর্বের তিনটি রাজ্যেই ৬০টি করে বিধানসভার আসন। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিধানসভার নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করা হবে।



আরও পড়ুন- সবরমতী আশ্রমের ভিজিটর্স বুকে 'গান্ধী' বানান ভুল লিখলেন নেতানইয়াহু


নাগাল্যান্ডে নাগা পিপলস ফ্রন্টের সঙ্গে বিজেপির জোট সরকার ক্ষমতায় রয়েছে। মেঘালয়ে শাসনভার কংগ্রেসের হাতে। অন্যদিকে ২৫ বছর ধরে ত্রিপুরায় ক্ষমতা ধরে রেখেছে বামেরা। গত বিধানসভা নির্বাচনে একটাও আসন সে রাজ্যে জিততে পারেনি বিজেপি। তবে তৃণমূলের ৬ বিধায়ককে দলে টেনে এখন তারাই বিরোধী। ত্রিপুরায় এবার বাম-বিজেপির লড়াই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন- সব রকম নকসার ১০ টাকার কয়েনই বৈধ, জানাল আরবিআই


দেশে যে কটা রাজ্যে টিমটিম করে কংগ্রেস জ্বলছে, তার মধ্যে রয়েছে মেঘালয়। এই রাজ্যেও কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। মাসখানেক আগে নির্বাচনের ডঙ্কা বাজিয়ে দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। উন্নয়নকে অস্ত্র করেই মেঘালয়ে পদ্ম ফোটাতে আশাবাদী গেরুয়া শিবির।


গৃহযু্দ্ধে দীর্ণ নাগাল্যান্ডে ভোট পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল। নির্বাচনের আগে দীর্ঘ দশকের সমস্যার সমাধান চাইছেন সেখানকার মানুষ।