জি ২৪ ঘণ্টা ডিজিটাল: নির্বাচন কমিশন (EC) বুধবার অর্থাৎ ১৮ জানুয়ারি, ২০২৩ নির্বাচন ঘোষণা করতে চলেছে। নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (CEC) রাজীব কুমারের নেতৃত্বে একটি দল গত সপ্তাহে তিনটি উত্তর-পূর্বের রাজ্যে সফর করেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্য, কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। বিশেষ করে তিনটি রাজ্যের জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তাঁরা। তিনটি রাজ্যের রাজধানীতে হয় এই আলোচনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বর্তমানে, ত্রিপুরার জোট সরকারের মূল দল ভারতীয় জনতা পার্টি (BJP)। অন্যদিকে গেরুয়া শিবিরের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) অংশীদার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (NDPP) এবং ন্যাশনাল পিপলস পার্টি (NPP) যথাক্রমে নাগাল্যান্ড এবং মেঘালয়ের সরকারের নেতৃত্বে রয়েছে।


নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন


বর্তমান নাগাল্যান্ড বিধানসভার মেয়াদ ১২ মার্চ শেষ হতে চলেছে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সঙ্গে হাত মিলিয়েছিল বিজেপি। ৬০ সদস্যের বিধানসভায় এনডিপিপি ১৮ টি আসন যেতে। পাশাপাশি ১২টি আসন পায় বিজেপি। দুই দল মিলে জোট সরকার গঠন করে তারা।


নাগা পিপলস ফ্রন্ট (NPF) ২৬টি আসন পেয়েছিল কিন্তু তারপরেও সরকার গঠন করতে ব্যর্থ হয় তারা।


আরও পড়ুন: Tejasvi Surya: বিমানের ইমার্জেন্সি দরজা খুলে বিতর্কে বিজেপি MP! যাত্রীদের সুরেই সরব তৃণমূল


মেঘালয় বিধানসভা নির্বাচন


বর্তমান মেঘালয় বিধানসভার মেয়াদ ১৫ মার্চ শেষ হতে চলেছে। ২০১৮ সালের নির্বাচনে, কংগ্রেস ৬০ সদস্যের বিধানসভায় ২১টি আসন জিতেছিল এবং একক বৃহত্তম দল ছিল। তবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়।


বিজেপি, মাত্র দুটি আসন জিতেছিল সেই নির্বাচনে। সেই সময় সরকার গঠনের জন্য কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টির (NPP) সঙ্গে জোট করে তারা।


এনপিপি ২০টি আসন জিতেছিল। ২০২৩ সালের মেঘালয় বিধানসভা নির্বাচনে একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে কারণ এনপিপি ঘোষণা করেছে যে তারা একা নির্বাচনে লড়াই করবে।


আরও পড়ুন: Bengaluru Man Dragged By Scooty Rider: পেছনে ঝুলছেন বৃদ্ধ; প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে গেল স্কুটি, ভাইরাল ভিডিয়ো


ত্রিপুরা বিধানসভা নির্বাচন


ত্রিপুরা বিধানসভার মেয়াদ ২২ মার্চ শেষ হতে চলেছে। এর আগে ২০১৮ সালে, বিজেপি বিধানসভা নির্বাচনে ৬০ সদস্যের বিধানসভায় ৩৫টি আসন জিতেছিল।


তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে প্রবেশের ফলে আসন্ন নির্বাচন গেরুয়া শিবিরের জন্য সহজ হবে না বলেই মনে করছেন অনেকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)