জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হড়পা বান ও ভূমিধসে তছনছ হিমাচল প্রদেশের চাম্বা জেলার কাসান গ্রাম। বিপুল পরিমাণ জল-কাদার স্তরে চাপা পড়ে গেল গ্রামের একটি বড় অংশ। এতে মৃত্যু হয়েছে ৩ জনের। নিখোঁজ বহু। পাশাপাশি হড়পা বানে ভেসে গিয়েছেন একই পরিবারের ৫ জন। এমনটাই আশঙ্কা করছে প্রশাসন।  জেলার থুঙ্গা-সহ একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাংড়ায় চাক্কি নদীতে হড়পা বানের ধাক্কার হুড়মড়িয়ে ভেঙে পড়েছে একটি রেল ব্রিজ। এখনওপর্যন্ত নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়েই বইছে। কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় চলছে প্রবল বৃষ্টি। গত দুদিন তা আরও বেড়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে কুল্লু ও মান্ডিতে সব স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Samar Banerjee : ৯২ বছরে থামলেন অলিম্পিয়ান 'বদ্রু' 



সংবাদমাধ্যম সূত্রে খবর, চাম্বা জেলার বানাত গ্রামে ভূমি ধসে চাপা পড়ে গিয়েছেন এলাকার পঞ্চায়েত প্রধান খেম সিং ও তার পরিবারের ৮ সদস্য। এলাকার মানুষজন কাদামাটি সরিয়ে নিখোঁজদের দেহ  উদ্ধারের চেষ্টা করছেন। মান্ডি-কাটাউলা-পরাসর রোডে বাগি নালায় রাস্তা বলতে আর কিছুই নেই। সব উড়ে গিয়েছে হড়পা বান ও ধসে। এলাকার সান্ধোয়া গ্রামে একটি বাড়ি চাপা পড়ে গিয়েছে ধসে। ধ্বংসস্তূপ সরিয়ে এখনওপর্যন্ত একটি শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। বাকীদের এখনও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। 


মান্ডি প্রশাসনের এক কর্তা এ চৌধুরী সংবাদমাধ্যমে জানিয়েছেন, মান্ডির বহু এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে। গতকাল রাত দেডটা থেকে আমাদের কাছে রাস্তা আটকে যাওয়ার ও অন্যান্য সমস্য়ার খবর পাচ্ছিলাম আমরা। ওই খবর পেয়েই উদ্ধারকার্যে নেমে পড়ে প্রশাসন। এদিকে, আবহাওয়া দফতরের তরফে হিমাচল প্রদেশের ৫ জেলা-কাংড়া, চাম্বা, বিলাসপুর, সিরমাউর ও মান্ডিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)