নিজস্ব প্রতিবেদন: রাফাল যুদ্ধ বিমান কেনা নিয়ে বিরোধীরা তোলপাড় করলেও আরও ৩৬টি রাফাল ফাইটার জেট কিনছে মোদী সরকার। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের এক সাম্প্রতিক রিপোর্ট অনুসারে সংবাদমাধ্যমের খবর, এনিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি হতে পারে ২০২০ সালের প্রথম দিকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাজীবের খোঁজে হন্যে সিবিআই, পার্কস্ট্রিটে ফের জিজ্ঞাসাবাদ স্ত্রীকে


উল্লেখ্য, প্রথম রাফাল জেটটি আনুষ্ঠানিকভাবে ভারত হাতে পাবে আগামী ৮ অক্টোবর। ফ্রান্সে এক অনুষ্ঠানের মাধ্যমে জেটটি তুলে দেওয়া হবে বায়ুসেনার হাতে। ওই অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


ইতিমধ্যেই ভারত ফ্রান্সের দাঁসো থেকে ৩৬টি রাফাল জেট কিনছে ভারত। আগামী বছরের মধ্যেই ওইসব জেট ভারতের হাতে এসে যাবে। এরপর যদি আরও ৩৬টি রাফাল এসে যায় তাহলে প্রতিবেশী অনেক দেশের থেকেই এগিয়ে থাকবে ভারতীয় বায়ুসেনা।



আরও পড়ুন-চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে এবার রাজীব ঘনিষ্ঠ এক পুলিসকর্তা


এদিকে, রাফাল জেট কেনার চুক্তি করার পরই লকহিড মার্টিন কোম্পানির জেট কেনার ব্যাপারে ভারতকে বলে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাক এফ ১৬ ফাইটার জেটকে ভূপাতিত করার পর ওই বিমানের কিছুটা হলেও সুনাম নষ্ট হয়েছে আন্তর্জাতিক মহলে। এখন এফ-২১ জেটও কিনতে চাইছে না ভারত। তবে বোয়িং এফ-১৮ নিয়ে ভাবনাচিন্তা করছে বায়ুসেনা। এমনটাই খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে।