নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের আগেই মহা ফাঁপড়ে যোগী আদিত্যনাথ সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ৬ ফেব্রুয়ারি ধর্মঘটে সামিল হচ্ছেন উত্তরপ্রদেশের ৪০ লাখ সরকারি কর্মচারী। জানিয়েছেন, ধর্মঘটি কর্মচারীদের আহ্বায়ক হরিকিশোর তিওয়ারি। ওই ধর্মঘটে সামিল হচ্ছে রাজ্যের বহু শ্রমিক সংগঠনও।


আরও পড়ুন-কৌরবরা আসলে টেস্ট টিউব বেবি, ব্যাখ্যা দিলেন শিক্ষাবিদ


কী দাবিতে ধর্মঘট? ধর্মঘটি কর্মীদের অভিযোগ, কয়েক মাস ধরে পেনশন নিয়ে তাঁদের ভুল বোঝাচ্ছে সরকার। নতুন পেনশন স্কিমে তাঁরা যেতে চান না। ফিরিয়ে আনতে হবে পুরনো পেনশন স্কিম।


সম্প্রতি এই নতুন পেনশেন স্কিমের বিরুদ্ধে সরব হয়েছেন কর্ণাটকের সরকারি কর্মচারীরাও। গত ১২ ডিসেম্বর রাজ্যে কয়েক হাজার কর্মী বেলগামে রাস্তায় নামেন। তাঁদের দাবি নতুন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনতে হবে।


আরও পড়ুন-কংগ্রেসকে উপেক্ষা করেই বুয়া-ভাতিজার জোট! জোর জল্পনা রাজনৈতিক মহলে


ডিসেম্বরের শেশ দিকে দেশের ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১০ লাখ কর্মী ধর্মঘটে সামিল হন নতুন বেতন কাঠামো চালুর দাবিতে। ২০১৭ সালের ১ নভেম্বর থেকে ওই বেতন চালু হওয়ার কথা।