নিজস্ব প্রতিবেদন: প্রথম বছরেই বিপুল সাফল্য পেল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় শুধুমাত্র ক্যান্সারের চিকিত্সা হয়েছে ৯০,০০০ রোগীর। আয়ূষমান ভারত প্রকল্পের অধীনে জন আরোগ্য যোজনা চালু করা হয় গত বছর ২৩ সেপ্টেম্বর।


আরও পড়ুন-উনচল্লিশেই ৪৪ সন্তানের মা! সমাজ, দারিদ্রের বিরুদ্ধে চলছে একক মাতৃত্বের লড়াই


স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রতিবছর ভারতে ক্যান্সারে আক্রান্ত হন ১১.৫৭ লাখ মানুষ। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৭.৮৪ লাখ রোগী। ওই পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তামিলনাড়ুর মানুষ। এদের সংখ্যা ৪০,০৫৬ জন।



তামিলনাড়ুর পরই রয়েছে কেরল। সেখানে ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা ২২,০০০ জন। এরা সবাই প্রধানমন্ত্রী জন আরোগ্যে যোজনার সুবিধে পেয়েছেন। এছাড়াও রয়েছেন মধ্যপ্রদেশের ১৯,৪৫৫, ছত্তীসগড়ের ১৫,৯৯৭ জন ও গুজরাটের ১৪,৩৮০ জন মানুষ।


আরও পড়ুন-বালাকোটের জঙ্গি শিবিরে সফল অভিযান, অভিনন্দনের স্কোয়াড্রনকে বিশেষ সম্মান বায়ুসেনার


কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির দেখভাল করে ন্যাশনাল হেলফ অথরিটি। শুধুমাত্র ক্যান্সারের জন্যই বরাদ্দ করা হয়েছে ৩২১ কোটি টাকা। দেশের ১.৮ লাখ হাসপাতালে এই প্রকল্পের অধীনে ক্যান্সারের চিকিত্সা চলছে।