ওয়েব ডেস্ক: দিল্লিতে নোট নিয়ে হয়রানি চরমে। পরিস্থিতি বুঝতে গভীর রাতে রাস্তায় নামলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। গেলেন একটি ATM-এ। সেখানে সন্ধে থেকে লাইন দিয়েছেন অগুণতি মানুষ। রাহুল গান্ধীকে দেখেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। পুলিস টাকা নিয়ে ATM এ ঢোকাচ্ছে বলেও অভিযোগ ওঠে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ব্যাঙ্ক ঋণের সুদ কমায় আলগা হবে EMI-এর ফাঁস


এদিকে, নোট বাতিল নিয়ে আজ তোলপাড় হতে চলেছে সংসদ। পরস্পরকে তীব্র আক্রমণ করতে সরকার ও বিরোধী দুপক্ষই তৈরি। বুধবার পর্যন্ত রাজ্যসভার সব সাংসদকে হাজির থাকতে বলে হুইপ জারি করেছে বিজেপি সংসদীয় দল। লোকসভা ও রাজ্যসভার প্রত্যেক সাংসদকে গোটা সপ্তাহ হাজির থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। হুইপ জারি করেছে বিজেপিও।