ব্যাঙ্ক ঋণের সুদ কমায় আলগা হবে EMI-এর ফাঁস
সুদ কমছে ফিক্সড জিপোজিটে। আবার সুদ কমছে বাড়িগাড়ির ঋণেও। একশ্রেণির মানুষের কপালে গভীর ভ্রুকুটি। আবার সমাজের আর এক স্তরে উত্সবের প্রস্তুতি। কারণ সুদ কমায় আলগা হবে EMI-এর ফাঁস। উল্টোডাঙা মেন রোডের গোপ পরিবার। জানুয়ারিতেই ছেলের বিয়ে। পরিবারে উত্সবের প্রস্তুতি। খুশি খুশি ভাব। সেই আনন্দই দ্বিগুণ হয়েছে সুদ কমার খবরে। একনজরে দেখে নেওয়া যাক গোপ পরিবারে EMI-এর ফাঁস কতটা কড়া। পেশায় মিষ্টির ব্যবসায়ী বিদ্যুত্কুমার গোপ। ফ্ল্যাটের EMI গোনেন মাসে পনেরো হাজার টাকা। গাড়ির EMI গোনেন মাসে দশ হাজার টাকা। অর্থাত্ EMI বাবদ মাসে তাঁর সংসার থেকে বেরিয়ে যায় পঁচিশ হাজার টাকা।
ওয়েব ডেস্ক: সুদ কমছে ফিক্সড জিপোজিটে। আবার সুদ কমছে বাড়িগাড়ির ঋণেও। একশ্রেণির মানুষের কপালে গভীর ভ্রুকুটি। আবার সমাজের আর এক স্তরে উত্সবের প্রস্তুতি। কারণ সুদ কমায় আলগা হবে EMI-এর ফাঁস। উল্টোডাঙা মেন রোডের গোপ পরিবার। জানুয়ারিতেই ছেলের বিয়ে। পরিবারে উত্সবের প্রস্তুতি। খুশি খুশি ভাব। সেই আনন্দই দ্বিগুণ হয়েছে সুদ কমার খবরে। একনজরে দেখে নেওয়া যাক গোপ পরিবারে EMI-এর ফাঁস কতটা কড়া। পেশায় মিষ্টির ব্যবসায়ী বিদ্যুত্কুমার গোপ। ফ্ল্যাটের EMI গোনেন মাসে পনেরো হাজার টাকা। গাড়ির EMI গোনেন মাসে দশ হাজার টাকা। অর্থাত্ EMI বাবদ মাসে তাঁর সংসার থেকে বেরিয়ে যায় পঁচিশ হাজার টাকা।
আরও পড়ুন নোট বাতিল ইস্যুতে কাল আরও উত্তপ্ত হতে চলেছে সংসদ!
তার ওপর মেয়ের হোটেল ম্যানেজমেন্ট পড়ার খবর। স্বচ্ছ্বল ব্যবসায়ী পরিবারেও এতদিন উদ্বৃত্ত বিশেষ কিছু থাকত না। তবে দিন বদলের আশা করছেন তাঁরা। আপাতত আসন্ন উত্সবের প্রস্তুতি নিচ্ছে উল্টোডাঙার গোপ পরিবার। সুদের ফাঁস ঢিলে হওয়ায় মাসগেলে হাতে আসবে আরও কিছু টাকা।
আরও পড়ুন মোদীর সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কায় বেহাল বউবাজারের সোনাপট্টি