ওয়েব ডেস্ক: জেএন ইউ কাণ্ডের আঁচ এবার সিপিএমের সদর দফতর এ কে গোপালন ভবনে। আজ দুপুরে সিপিএম অফিস লক্ষ্য করে হামলা হয়। সিপিএমের অভিযোগ, হামলার পিছনে রয়েছে আরএসএস বিজেপির মদত। পুলিস জানিয়েছে,  হামলাকারীরা আম আদমি সেনার সদস্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে নিয়ে জাতীয় রাজনীতিতে তরজা তুঙ্গে। আর সেই বিতর্কের আঁচ এবার  সিপিএমের সদর দফতর একে গোপালন ভবনে। রবিবার দুপুরে হঠাত্ই কিছু যুবক সিপিএম অফিস লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। কালি লেপে দেওয়া হয় দফতরের সাইন বোর্ডে।


সিপিএম নেতৃত্বের দাবি হামলার পিছনে রয়েছে আর এস এস-বিজেপির মদত। অভিযোগ,  সীতারাম ইয়েচুরির। রবিবার দুপুরে হামলা চলাকালীনই ধরে ফেলা হয় এক যুবককে। ধৃত যুবক আম আদমি সেনার সদস্য বলে জানিয়েছে পুলিস। জেএনইউর ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের মুক্তির দাবিতে সরব হয়েছে সিপিএম। তার জেরেই কী এই হামলা? উঠছে প্রশ্ন।