নিজস্ব প্রতিবেদন: শুক্রবার থেকে বিমানে চড়তে গেলে গুনতে হবে অতিরিক্ত টাকা। ১৩ অগাস্ট থেকে বাড়ল অন্তর্দেশীয় বিমানের ভাড়া। বৃহস্পতিবার রাত থেকে অন্তর্দেশীয় বিমানের ভাড়া প্রায় ১২.৫ শতাংশ বাড়াল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগে দিল্লি থেকে মুম্বই যেতে যেখানে গুনতে হত কমপক্ষে ৪৭০০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার টাকা। এবার সেখানে গুনতে হবে সর্বনিম্ন ৫২৮৭ টাকা এবং সর্বোচ্চ ১৪ হাজার ৬২৫ টাকা। এই নিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত মোট চারবার অন্তর্দেশীয় বিমানের ভাড়া বাড়াল কেন্দ্র। কেন এই ভাড়া বৃদ্ধি? সরকারি সূত্রে খবর, মূল কারণ হল জ্বালানির দাম বৃদ্ধি। এছাড়া করোনা পরিস্থিতিতে কম যাত্রী নিয়ে সফর করতে হচ্ছে বিমানগুলোকে। ফলে লোকসানের মুখ থেকে বিমান সংস্থাগুলোকে টেনে তুলতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত।


আরও পড়ুন: Delta+ Variant: ডেল্টা প্লাস প্রজাতি হানায় মৃত্যু, মুম্বইতে এই প্রথম! উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্রে


আরও পড়ুন: Twitter-এর পর, Rahul-এর পোস্টের বিরুদ্ধে এবার Facebook, Instagram অভিযোগ NCPCR-এর


কেবল ভাড়া বৃদ্ধি নয়, বিমানের যাত্রীবহন ক্ষমতাও বাড়ানোরও নির্দেশ দিয়েছে কেন্দ্র। এবার থেকে মোট আসন সংখ্যার ৭২.৫ শতাংশ যাত্রী বহন করতে পারবে বিমান সংস্থাগুলো। ৫ জুলাই এই সংখ্যা বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছিল। অতিমারির কারণে কেন্দ্রীয় নির্দেশে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করছিল বিমানগুলো।