Deepotsav 2022: দীপোৎসবে সামিল হবেন প্রধানমন্ত্রী, মোদীর উপস্থিতিতে জ্বলবে ১৫ লক্ষ প্রদীপ
পাঁচটি অ্যানিমেটেড ট্যাবলৌ এবং এগারোটি রামলীলা ট্যাবলৌ প্রদর্শিত হবে দীপোৎসবে। সরযূ নদীর তীরে এবং আরও ৩৭টি ঘাট এলাকায় ইতিমধ্যেই ১৫ লক্ষ প্রদীপ দেওয়া হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার অযোধ্যায় জ্বলবে ১৫ লক্ষ প্রদীপ। মোদীর সামনেই দীপোৎসবের অঙ্গ হিসেবে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হবে। আতশবাজি, লেজার প্রদর্শনী এবং রামলিলাসের আয়োজনও রয়েছে আজকের অনুষ্ঠানে। দীপোৎসবের ষষ্ঠ সংস্করণে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচটি অ্যানিমেটেড ট্যাবলৌ এবং এগারোটি রামলীলা ট্যাবলৌ প্রদর্শিত হবে দীপোৎসবে। সরযূ নদীর তীরে এবং আরও ৩৭টি ঘাট এলাকায় ইতিমধ্যেই ১৫ লক্ষ প্রদীপ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, প্রেমিককে মারধর, ঝাড়খণ্ডে তথ্যপ্রযুক্তি কর্মীকে অপহরণ করে গণধর্ষণ ১০ জনের
মাটির প্রদীপ জ্বালিয়ে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টায় অযোধ্যা প্রশাসন। ২০২১ সালে দীপোৎসবে ৯,৪১,৫৫১ টি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অযোধ্যা প্রশাসন বিশ্ব রেকর্ড গড়েছে। তবে উজ্জয়িনী মহাশিবরাত্রিতে ১১,৭১,৭৮টি প্রদীপ জ্বালানোর পর সে রেকর্ড ভেঙে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ভগবান শ্রী রামলালা ভিরাজমান-এর দর্শন ও পুজো করবেন মোদী। বিকেল ৫টা ৪৫ মিনিটে ভগবান শ্রী রামের রাজঅভিষেক এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সারয়ু নদীর নতুন ঘাটে আরতি অনুষ্ঠানে সামিল থাকবেন। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
সূত্রের খবর অনুযায়ী, মোদী অযোধ্যা ছেড়ে যাওয়ার পর স্থানীয় মানুষের জন্য ২৫ মিনিটের মধ্যে আটটি লেজার শো করবে অযোধ্যা প্রশাসন।
আরও পড়ুন, Uttarakhand: আবারও ভয়ংকর ধস উত্তরাখণ্ডে, মৃত ৪; চলছে উদ্ধারকার্য...