নিজস্ব প্রতিবেদন: বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার সমাধান করতে ৩ সদস্যের মধ্যস্থতাকারী টিমকে ১৫ অগাস্ট পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ঘোলায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৩ গেঞ্জি কারখানা, আতঙ্কে ঘরছাড়া এলাকার লোকজন


উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ মধ্যস্থতাকারী প্যানেলকে ৮ সপ্তাহের মধ্যে অযোধ্যা মামলার সমাধানের পথ বের করতে নির্দেশ দিয়েছিল। মধ্যস্থতা করার প্রক্রিয়া শুরুর ৪ সপ্তাহ পর আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। শুক্রবার সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা পড়ার পর আজ ওই রায় দেয় আদালত।



আরও পড়ুন-পিংলায় ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা, ফের বিতর্কে ঘাটালের বিজেপি প্রার্থী


শুক্রবার শুনানির সময়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে বেঞ্চ মন্তব্য করে, কমিটির রিপোর্ট আদালতে জমা পড়েছে। কমিটি আরও সময় চায়। কমিটির চেয়ারম্যান আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সময় চান। আমরা ওই আবেদন মেনে নেব। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে ওই বেঞ্চে ছিলেন বিচারপতি এসএ বোবডে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল মজিদ।