ওয়েব ডেস্ক : সেভিংসের উপর সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার দেশের বৃহত্তম ব্যাঙ্কের দেখানো পথে হাঁটল আরও দুটি ব্যাঙ্ক। আমানতের উপর সুদের হার কমাল ব্যাঙ্ক অফ বরোদা ও কোটাক মাহিন্দ্রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৫০ লাখ টাকা পর্যন্ত সেভিংসের উপর সুদের হার ০.৫০ শতাংশ কমিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। বর্তমানে ৫০ লাখ টাকা পর্যন্ত সেভিংসের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৩.৫ শতাংশ হারে। তবে, ৫০ লাখ টাকার উপরে সেভিংসের ক্ষেত্রে সুদের হার ৪ শতাংশ অপরিবর্তিত থাকছে।


অন্যদিকে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সুদের হার কমিয়েছে ০.৫০ শতাংশ। সুদ পাওয়া যাবে ৫.৫ শতাংশ হারে। পাশাপাশি, ১ লাখ টাকার উপর থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদের হার অপরিবর্তিত থাকছে ৬ শতাংশ। আর ১ লাখ টাকা পর্যন্ত সুদ পাওয়া যাবে ৫ শতাংশ করে।


বিগত ১০ মাসে এই প্রথমবার রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় RBI। প্রায় ৭ বছর বাদে রেপো রেট আবার ৬ শতাংশে নেমে আসে। ২৫ বেসিস পয়েন্ট কমানো হয় রেপো রেট। এরপরই SBI সেভিংসে ১ কোটি টাকা পর্যন্ত সুদের হার কমিয়ে ৩.৫ শতাংশ করে।


আরও পড়ুন, ৭ বছরে রেকর্ড কমল রেপো রেট, কমতে পারে গৃহঋণে সুদের হার