৭ বছরে রেকর্ড কমল রেপো রেট, কমতে পারে গৃহঋণে সুদের হার

Updated By: Aug 2, 2017, 08:34 PM IST
৭ বছরে রেকর্ড কমল রেপো রেট, কমতে পারে গৃহঋণে সুদের হার

ওয়েব ডেস্ক : GST খাতা খোলার পরেই ৭ বছরে রেকর্ড রেপো রেট কমাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ২৫ বেসিস পয়েন্ট কমে রেপো রেট এখন ৬ শতাংশ। রেপো রেটের নিম্নমুখী গ্রাফ দেখে আবার বাজার চাঙ্গা হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। কমতে পারে গৃহঋণে সুদের হার।

মুদ্রাস্ফীতিতে লাগাম পড়াতে নগদ জোগানের সাপ্লাই লাইন সরু করে দিয়েছিল দেশের শীর্ষ ব্যাঙ্ক। পরপর দুটি কোয়ার্টারে মুদ্রাস্ফীতির হার কমের দিকে থাকায় রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক ৬.২৫ শতাংশ সুদের হারে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নিত। ২৫ বেসিস পয়েন্ট কমে এখন সেই সুদের হার হল ৬ শতাংশ, গত ৭ বছরে যা রেকর্ড!

২০১৬ সালের নভেম্বরে শেষবারের মতো রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। নোটবন্দির পর মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের নীচে আটকে রয়েছে শেষ ৮ মাস। গত ৫ বছরের তুলনায় ২০১৭ সালের জুন মাসে মুদ্রাস্ফীতির হার ছিল সর্বনিম্ন। বিশেষজ্ঞরা মনে করছেন, মুদ্রাস্ফীতির হার নিম্নমুখী থাকার কারণেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। এর সঙ্গে কাজ করেছে আরও বেশ কয়েকটি অনুকূল ফ্যাক্টর। যেমন, ভাল বর্ষা, ভাল উত্‍পাদন। খুচরো বাজারে লক্ষ্যমাত্রার চেয়েও কম মুদ্রাস্ফীতির হার। বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতির হার কম। অপরিশোধিত তেলের দাম কম। বহু বাধা কাটিয়ে GST লাগু। সব দিক বিচার করে সমীক্ষায় পূর্বাভাস ছিল, এবার ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পথে হাঁটতে পারে RBI।

দেশের শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট কমালে সাধারণত তার প্রভাব পড়ে ঋণের সুদের হারে। তা থেকেই অনুমান, আগামীতে আরও কমতে পারে গৃহঋণে সুদের হার। কারণ রেপো রেট কমলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে RBI এর কাছে কম সুদ গুণতে হবে। ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির হাতে বেশি পরিমাণ টাকা থাকবে। বাণিজ্যিক ব্যাঙ্কগুলি সেই টাকা বাজারে ছাড়বে। তার হাত ধরে গাড়ি, বাড়িতে কমবে সুদের হার। RBI গভর্নরের কথাতেও তার ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন, ''নীতীশ কুমারের ঔদ্ধত্যই তাঁর পতনের কারণ হবে!'' মন্তব্য তেজস্বী যাদবের

.