ওয়েব ডেস্ক : আজ সকাল থেকেই দেশজুড়ে ব্যঙ্ক ধর্মঘটের জেরে নাজেহাল গ্রাহকরা। দ্যা উইনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ছাতার তলায় দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ও বেসরকারি ব্যাঙ্কগুলি আজকের ধর্মঘটে সামিল হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এই ২ দিন ব্যাঙ্ক ধর্মঘট থাকবে!


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে অনুযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ ও সেই সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা সংস্কারের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজকের এই ধর্মঘটে সামিল হয়েছেন প্রায় ১০ লাখ ব্যাঙ্ককর্মী। তাঁদের এই ধর্মঘটের জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকরা। এটিএম পরিষেবা খোলা থাকলেও, বিভিন্ন জায়গায় অমিল টাকা। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। আন্দোলনকারীদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার যদি তাদের দাবি বিবেচনার আশ্বাস দেয়, তাহলে ধর্মঘট প্রত্যাহার করার কথা ভাবা হবে।