Basangouda Patil Yatnal: `নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী নন`, বিস্ফোরক দাবি বিজেপি নেতার
সম্প্রতি একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপি বিধায়ক বলেছিলেন, ‘নেহরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন সুভাষ চন্দ্র বসু’। তিনি জোর দিয়ে বলেছিলেন যে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গিয়েছিল কারণ বসু তাদের মধ্যে ভয় জাগিয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক বাসাংগৌড়া পাটিল ইয়াতনাল তৈরি করেছেন নতুন বিতর্ক। তিনি বলেছেন জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী নন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপি বিধায়ক বলেছিলেন, ‘নেহরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন না, ছিলেন সুভাষ চন্দ্র বসু’। তিনি জোর দিয়ে বলেছিলেন যে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গিয়েছিল কারণ বসু তাদের মধ্যে ভয় জাগিয়েছিল।
আরও পড়ুন: Ujjain Rape: পিছনের সিটে রক্তের দাগ! উজ্জয়িনী ধর্ষণকাণ্ডে গ্রেফতার অটোচালক
প্রাক্তন কেন্দ্রীয় রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘বাবাসাহেব একটি বইয়ে লিখেছেন যে আমরা হাঙ্গার প্রটেস্টের কারণে স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীনতা পাইনি কারণ আমরা একদিকে চড় মারলে অন্যদিক বাড়িয়ে দিতাম। অন্যদিকে আমরা স্বাধীনতা পেয়েছি কারণ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁরা ভয় পেয়েছে’।
আরও পড়ুন: Bengaluru: জ্যামে আটকে পিত্জা অর্ডার করলেন পথচারী, জট কাটার আগেই চলে এল ডেলিভারি বয়
তিনি আরও বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা চলে যায়। নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যখন দেশের কয়েকটি অংশে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তাদের নিজস্ব মুদ্রা, পতাকা এবং জাতীয় সঙ্গীত ছিল। এই কারণেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী নন, নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন’।
বসনগৌড়া পাটিল ইয়াতনাল তার বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। অগস্টে, তিনি বলেছিলেন যে কর্ণাটকের ক্ষমতাসীন কংগ্রেস সরকার ৬-৭ মাসের মধ্যে ভেঙে পড়বে। তিনি বলেছিলেন যে কংগ্রেসের সম্ভাব্য পতন হবে অন্তর্দ্বন্দ্বের কারণে এবং দাবি করেছিলেন যে বিজেপি এই রাজ্যে দুর্নীতির বিষয়টি তুলে ধরবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)