Goa: উত্তপ্ত গোয়ার রাজনীতি, BJP-র বিরুদ্ধে তৃণমূলের হোর্ডিং-পোস্টার ভাঙার অভিযোগ
শাসকদলকে তোপ ডেরেকের।
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) গোয়া (Goa) সফরের আগে উত্তপ্ত সেখানকার রাজনীতি। তৃণমূল কংগ্রেসের (TMC) প্রচার হোর্ডিং-পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। বিজেপির (BJP) বিরুদ্ধে অভিযোগ। অস্বীকার শাসকদলের।
উত্তরবঙ্গ সফর শেষে তৃণমূলের হয়ে প্রচারে গোয়ায় (Goa) যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তার আগে মঙ্গলবার সেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রচার হোর্ডি-পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পোস্টারে থাকা মুখ্যমন্ত্রীর মুখে কালী লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। বিজেপির (BJP) বিরুদ্ধে অভিযোগ করেছেন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien)।
আরও পড়ুন: বেঙ্গালুরুর খারাপ রাস্তা ঠিক করার অনুরোধ বোম্মাইকে, টাকা দিতে চাইলেন ৭ বছরের শিশু
আরও পড়ুন: Goa: মুখ্যমন্ত্রীকে ইস্তফা দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল TMC
ঘটনার নিন্দা করেছেন গোয়ারপ্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলাইরো। তিনি বলেন, "এতদিন গোয়ায় সমস্ত রাজনৈতিক দলকে তাঁদের প্রচার করতে দেওয়া হত। মানুষের কাছে তাঁদের কথা তুলে ধরতে দেওয়া হত। কিন্তু তৃণমূলের আগমনে বিজেপি এতটাই সন্ত্রস্ত যে তাঁরা তৃণমূলের হোর্ডিং ভাঙছে।"
২০২২-এর বিধানসভা নির্বাচনে আগে গোয়ায় পায়ের তলায় মাটি শক্ত করার দিকে মন দিয়েছে তৃণমূল কংগ্রে। গোয়া সরকারের বিরুদ্ধে সোমবার আজাদ ময়দানে পিপলস চার্জশিট প্রকাশ করেন লুইজিনহো ফালেইরো, সৌগত রায়, বাবুল সুপ্রিয়রা। মঙ্গলবার গোয়ার রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগের দাবি জানাবেন তাঁরা।