নিজস্ব প্রতিবেদন: ‘বিশ্বের বিখ্যাত মিথ্যেবাদী’- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ ভাবেই কাঠগড়ায় দাঁড় করালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। চন্দ্রবাবু নায়ডুর অনশন মঞ্চে দাঁড়িয়ে চাঁচাছোলা ভাষায় মোদীর সমালোচনা করতে দেখা গেল কেজরীবালকে। ‘মিথ্যেবাদী’ বলেই ক্ষান্ত হননি, মোদী ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- “জনগণের হাতে তুলে দিয়েছি, প্লিজ তার খেয়াল রাখবেন”, বার্তা বঢরার


আজ রাজধানীতে অন্ধ্র ভবনের সামনে তাঁর রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে অনশনে বসেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তিনি অভিযোগ করেন, একাধিকবার প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, পূরণ করেননি। চন্দ্রবাবুর বলেন, কী ভাবে দাবি আদায় করতে তা আমরা জানি। সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত চলছে তাঁর অনশন ধরনা। চন্দ্রবাবুর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রবীন নেতা ফারুক আবদুল্লা, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সমর্থন করেছে তৃণমূলও।


আরও পড়ুন- গুজরাটে বাঘের খোঁজে লাগানো হল ক্যামেরা ট্র্যাপ


অনশন মঞ্চে দাঁড়িয়ে কেজরীবাল বলেন, অন্ধ্রের মুখ্যমন্ত্রী-সহ কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে রাজ্যের বিশেষ মর্যাদার জন্য। কিন্তু দুর্ভাগ্যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী প্রকাশ্যে ৩ বার ঘোষণা করেছেন অন্ধ্রকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা। কিন্তু তা পূরণ করেননি। অমিত শাহ একই পথে হেঁটেছেন বলে দাবি করেন কেজরীবাল। এ বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সেই ‘রাজধর্মের’ প্রসঙ্গ তুলে আনেন কেজরীবাল। তাঁর কথায়, গুজরাট হিংসায় রাজধর্ম পালন হয়নি বলেছিলেন অটলবিহারী বাজপেয়ী। অন্ধ্রের ক্ষেত্রেও ‘রাজধর্ম’ পালন করা হয়নি বলে এ দিন অভিযোগ করেন কেজরীবাল।