Bengali DJ Shot Dead: `আর ড্রিংকস হবে না,` বলতেই বাঙালি ডিজেকে বারে গুলি করে খুন! হাড়হিম CCTV ফুটেজ...
Ranchi: এক ব্যক্তির পরনে ছিল শর্টস, তাই চাহিদা অনুযায়ী পরিবেশন করা হয়নি মদ। সেই কারণেই গুলি খেয়ে মরতে হল বাঙালি ডিজে সন্দীপ প্রামাণিক ওরফে ‘ডিজে স্যান্ডি’-কে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাফপ্যান্ট পরেই ঢুকেছিলেন বারে। স্বাভাবিক ভাবেই তাঁর পোশাক একটি সভ্য জায়গায় সময় কাটানোর মতো নয়। সেই কারণেই বারের কর্মচারীরা তাঁকে তাঁর চাহিদা অনুযায়ী পরিবেশন করতে চাননি কিছুই। আর এই কারণেই গুলি খেয়ে মরতে হল বাঙালি ডিজে সন্দীপ প্রামাণিক ওরফে ‘ডিজে স্যান্ডি’-কে।
আরও পড়ুন- Patna: সময়ের আগে পরীক্ষাকেন্দ্র থেকে বেরনোর অপরাধে দিতে হল প্রাণ! ল কলেজে পিটিয়ে হত্যা ছাত্রকে...
সন্দীপ ছিলেন ওই বারেরই ডিজে। কলকাতার ছেলে, মাত্র ২০ দিন আগে এক্সট্রিম স্পোর্টস বার নামে, ঝাড়খণ্ডের রাঁচি শহরের এক ক্লাবে ডিজেকে হিসেবে কাজ করতে গিয়েছিলেন। আসলে, রাঁচি এলাকায় ডিজে হিসেবে তাঁর বেশ নামডাক ছিল। অভিযুক্ত ব্যাক্তি নিজের মনের মতো করে পরিবেশন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁকে গুলি করে হত্যা করেন।
ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ঘটেছে এই ঘটনা। পুলিস জানিয়েছে, অভিযুক্ত এবং অন্য চারজন রাত ১ টার দিকে বারে এসেছিলেন যখন এটি বন্ধ হয়ে গিয়েছিল এবং বার কর্মীদের তাঁদের অ্যালকোহল পরিবেশন করতে বলেছিল। সিসিটিভিতে ধরা পড়েছে বন্দুকধারী শুধুমাত্র শর্টস পরে বারে ঢুকছেন। তিনি তার টি-শার্ট দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন, যা ফুটেজ দেখতে পাওয়া গেছে।
অভিযুক্ত অভিষেক সিংকে বিহারের গয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ঝাড়খণ্ড পুলিসের কাছে হস্তান্তর করা হয়েছে। যে কায়দায় সন্দীপকে মারা হয়েছে, তাতে মনে হতে পারে এটা ঝাড়খণ্ড নয়, বোধহয় আমেরিকা।
"মদ দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করা হলে, তাঁদের এবং বার স্টাফদের মধ্যে একটি উত্তপ্ত তর্ক শুরু হয়। তর্কের সময়, তাঁদের মধ্যে একজন রাইফেল নিয়ে আসে এবং পয়েন্ট ফাঁকা রেঞ্জ থেকে ডিজেকে তার বুকে গুলি করে," রাঁচির এসএসপি চন্দন কুমার সিনহা বলেছেন।
আরও পড়ুন- June 1 INDIA bloc meeting: সরকার কার? রেজাল্ট বেরনোর আগেই ১ জুন ইন্ডিয়া জোটের জরুরি বৈঠক!
তিনি আরও জানান, “অভিষেক সিং সম্ভবত পটনার বাড়িতে যাচ্ছিল। ঘটনার পরপরই পুলিস তদন্ত শুরু করেছিল। আমরা জানতে পেরেছিলাম অভিযুক্ত বিহারের গয়ায় রয়েছে। এরপর, আমরা গয়া পুলিসের সাহায্য চাই এবং অবিলম্বে সেখানে একটি দল পাঠাই। এরপর ওকে গয়ায় ধরা হয়েছে। আমরা অভিযুক্তকে রাঁচিতে নিয়ে আসছি। গুলি চালানোর সঠিক কারণ জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।”
পুলিস সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শ্যুটার ও তাঁর সহযোগীদের শনাক্ত করছে। বার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)