সবরমতী আশ্রমের ভিজিটর্স বুকে `গান্ধী` বানান ভুল লিখলেন নেতানইয়াহু
সবরমতি আশ্রমে গিয়ে বড় ভুল করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। গুজরাটে মহাত্মা গান্ধীর আশ্রমে গিয়ে `গান্ধী` বানানই ভুল লিখলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: সবরমতি আশ্রমে গিয়ে বড় ভুল করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। গুজরাটে মহাত্মা গান্ধীর আশ্রমে গিয়ে 'গান্ধী' বানানই ভুল লিখলেন তিনি।
৬ দিনের ভারত সফরের চতুর্থ দিনে ইজরায়েলি প্রধানমন্ত্রীকে নিজের রাজ্য গুজরাটে নিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। বন্ধুকে মহাত্মা গান্ধীর আশ্রমে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ভিজিটর বুকে নেতানইয়াহু লেখেন, ''মানবতার আদর্শে অনুপ্রাণিত মহাত্মা গান্ধীর হৃদয়ে আসতে পেরে অনু্প্রেরণা পাচ্ছি।'' ইংরেজি লেখা এই বাক্যে দুটি ভুল। 'Gandhi' কে লিখেছেন 'Ghandi', 'Inspiration' বানান লিখেছেন 'inspiriation'।
এদিন সস্ত্রীক ২০ মিনিট আশ্রমে ছিলেন নেতানইয়াহু। চরকাও ঘুরিয়েছেন তাঁরা।