ওয়েব ডেস্ক: নোট ইস্যুর মাঝেই ভোটের কাঠি বাজিয়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি-শিরোমণি অকালি দলের মুখের বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন আম আদামি পার্টির প্রধান। তাঁর দলের কমেডি কিং হিসেবে পরিচিত ভগবন্ত সিংকেই আপ-এর হাতিয়ার হিসেবে তুলে ধরলেন কেজরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নতুন নোটে দেবনাগরী কেন? মামলা আদালতে


আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের বিরুদ্ধে লড়বেন আপ প্রার্থী ভগবন্ত মান। পঞ্জাবের সাংসদ ভগবন্তকে সুখবীরের বিরুদ্ধে লড়ার খবরটা কেজরি টুইটারে জানিয়ে দেন। পঞ্জাবে এবার বিজেপি সুখবীরের ব্যক্তিগত ক্যারিশমার দিকে তাকিয়ে আছে।


আরও পড়ুন- দেশের সব খবর



কেজরি চাইছেন স্থানীয়দের কাছে দারুণভাবে জনপ্রিয় ভগবন্তকে প্রার্থী করে বিজেপি-র বাড়া ভাতা ছাই দেওয়ার। কমেডিয়ান ভগবন্তের উত্থান এক রিয়েলিটি শো থেকে। পরে আপ-এ যোগ দেওয়ার পর রাজনীতিবিদ হিসেবেও বেশ খ্যাতি পান। কিন্তু ক মাস আগে সংসদে মদ খেয়ে ভিডিও কাণ্ড ইস্যুতে ভগবন্তকে নিয়ে বেশ জলঘোলা হয়। তবে কেজরি ভগবন্তের ওপরেই ভরসা রাখলেন।