বছরে ১০০ কোটি করে Covaxin, দায়িত্ব নিল Bharat Biotech
আঙ্কেলেশ্বরের ক্যাম্পাসকে কাজে লাগাতে উদ্যোগী সংস্থা
নিজস্ব প্রতিবেদন: বছরে ২০ কোটি কোভ্যাক্সিন ডোজ অতিরিক্ত উৎপাদন করতে উদ্যোগী হল ভারত বায়োটেক (Bharat Biotech)। এর ফলে বছরে মোট ১০০ কোটি করে কোভ্যাক্সিনের (Covaxin) ডোজ বানাবে সংস্থা। সংস্থা জানিয়েছে, হায়দ্রাবাদ ছাড়াও তাঁদের আঙ্কেলেশ্বরের উৎপাদন পরিকাঠামোকে কাজে লাগানো হবে। চলতি বছরের অক্টোবর থেকেই শুরু হতে পারে উৎপাদন।
ভারত বায়োটেকের কো-ফাউন্ডার সুচিত্রা এলা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, 'আঙ্কেলেশ্বরে কঠোর Good Manufactuing Practices বা GMP এর আওতায় আরও ২০ কোটি কোভ্যাক্সিন উৎপাদন করা হবে। ইতিমধ্যেই সেখানে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যেই Inactivated Vero Cell Platform Technology এর উপর ভিত্তি করে ভ্যাকসিন বানানোর সহযোগী করে তোলা হচ্ছে।'
আরও পড়ুন: এবার নতুন বিপদ! দেশে একাধিক রোগীর দেহে মিলল ভয়ঙ্কর White Fungus
ভারত বায়োটেকের হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুর ক্যাম্পাসে বহুমুখী উৎপাদন ব্যবস্থাকে কাজে লাগিয়ে কোভ্যাক্সিন উৎপাদন করা হচ্ছে। চলতি বছরের অক্টোবর মাস থেকেই শুরু হবে আঙ্কেলেশ্বরের ক্যাম্পাসে উৎপাদন। প্রথম কোনো ভারতীয় সংস্থায় উৎপাদিত ভ্যাকসিন হল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। এবার দায়িত্ব নিয়ে বছরে ১০০ কোটি কোভ্যাক্সিন উৎপাদনের সিদ্ধান্ত নিল সংস্থা।
আরও পড়ুন: করোনাকালে Vaccine বিক্রি করেই বিলিয়নেয়ার বিশ্বের ৯ ব্যক্তি