নিজস্ব প্রতিবেদন: বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে ২৮ অক্টোবর। এই দফায় রয়েছেন ১,০৬৪ প্রার্থী। এদের মধ্যে ৩১ শতাংশের বিরুদ্ধেই ফৌজদারি মামলা চলছে। এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস(ADR)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেডিক্যালে ফের আক্রান্ত বহু চিকিৎসক, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যভবনে


প্রথম দফায় লড়াইয়ের ময়দানে থাকা ৩২৮ প্রাথী মনোনয়ন জমা দেওয়ার সময়েই তাদের বিরুদ্ধে মামলা চলার কথা ঘোষণা করেছেন। ২৩ শতাংশ প্রার্থী ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা চলছে।
প্রা্থীদের মধ্যে ১৫৩ জন ঘোষণা করেছেন তাঁদের সম্পত্তির পরিমাণ কোটি টাকারও বেশি। আবার ৫ এমন প্রার্থী রয়েছেন যাঁরা জানিয়েছেন তাঁদের কোনও সম্পত্তিই নেই।


এই দফায় আরজেডির ৪২ প্রার্থীর মধ্যে ৩০ জন ঘোষণা করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।  এদের মধ্যে আবার ২২ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ।


বিজেপির ২৯ প্রার্থীর মধ্যে ২১ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এদের মধ্য়ে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর।


পিছিয়ে নেই এলজেপিও। চিরাগ পাসোয়ানের দলের ৪১ প্রার্থীর মধ্যে ২৪ জনের বিরুদ্ধে মামলা রয়েছে।


আরও পড়ুন-ধুতি পাঞ্জাবিতে 'খাঁটি বাঙালি' প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন BJP-র দুর্গাপুজো


অন্যদিকে, প্রথম দফার ভোটে ১,০৬৪ প্রার্থীর মধ্যে ১৫৩ জনই কোটিপতি। এদের সম্পত্তির মূল্য কোটি বা তার থেকেও বেশি।


জেডিইউ প্রার্থী মনোরমা দেবী তাঁর হলফনামায় জানিয়েছেন, তাঁর সম্পত্তির মূল্য ৫৩ কোটি। কংগ্রেসের রাজেশ কুমারের সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি ৬০ লাখ। জেডিইউ প্রার্থী কুশল যাদবের সম্পত্তির মূল্য ২৬ কোটি ১৩ লাখ।